হ্যাটট্রিকে মরিসন-বন্ডদের পাশে বোল্ট

ছবি: ট্রেন্ট বোল্ট

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে হ্যাটট্রিক উইকেট শিকার করেছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। নিজের দ্বিতীয় ও ইনিংসের তৃতীয় ওভারে এসেই পাকিস্তানের টপ অর্ডার ধসিয়ে দিয়েছেন তিঁনি।
তৃতীয় ওভারের চতুর্থ বলে ফখর জামানকে বোল্ড করে ফিরিয়েছেন বোল্ট। এরপর পঞ্চম বলে বাবর আজম স্লিপে ক্যাচ দিয়েছেন টেইলরের হাতে। একই ওভারের শেষ বলে পাকিস্তানী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজকে লেগ বিফরের ফাঁদে ফেলে আউট করেছেন তিঁনি।

তৃতীয় কিউই বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটে হ্যাটট্রিক উইকেট শিকারের রেকর্ড গড়েছেন বোল্ট। ১৯৯৪ সালে ভারতের বিপক্ষে স্যার ড্যানি মরিসন ও ২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাটট্রিক উইকেট শিকার করেছিলেন শেন বন্ড।
এদিকে, ইনিংসের প্রথম তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক করা পঞ্চম বোলার বোল্ট। তাঁর আগে এডো ব্র্যান্ডেস ইংল্যান্ডের বিপক্ষে, চামিন্দা ভাস বাংলাদেশের বিপক্ষে, ব্রেটলি কেনিয়ার বিপক্ষে ও ক্লিন্ট ম্যাকাই ইংল্যান্ডের বিপক্ষে ইনিংসের প্রথম তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক পূরণ করেছিলেন।
তাছাড়া, ২০১৫ সালে প্রোটিয়া বোলার কাগিসো রাবাদা মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে হ্যাট্রট্রিক অর্জন করেছিলেন টাইগারদের প্রথম তিন উইকেট তুলে নিয়ে। এবার সেই কীর্তিতে নাম লেখালেন বোল্ট।
চলতি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের করা ২৬৬ রানের জবাবে ব্যাট করতে নেমে দলীয় মাত্র ৮ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকছে পাকিস্তান ক্রিকেট দল।