প্রথম ইনিংসের ব্যর্থত??ই পরাজয়ের মূল কারণ

ছবি: স্টিভ রোডস, ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে বড় রান করতে পারেনি বাংলাদেশ দল। টাইগাররা মাত্র ১৪৩ রানে অলআউট হয়ে গিয়েছিল। বলা যায় এরপরেই মূলত ম্যাচটি অনেকটা হাতছাড়া হয়ে যায় স্বাগতিকদের।
১৪০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করাই বাংলাদেশ দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। মিরপুরে এই ভুলের পুনরাবৃত্তি চান না বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস।

'আমরা একটি সুযোগ হারিয়েছি আমাদের প্রথম ইনিংসে। তবে আমাদের পরিকল্পনাতে কোন প্রকার ভুল ছিল না, আমরা শুধুমাত্র প্রথম ইনিংসে ভেঙ্গে পরেছিলাম। ১৪০ রানে পিছিয়ে থেকে তৃতীয় ইনিংস শুরু করা আমাদের জন্য বিপর্যয়ের মত ছিল। এই বিষয়টিই আমাদের ঠিক করতে হবে, মিরপুরে যে পরিকল্পনাই থাকুক না কেন।'
তবে মিরপুর টেস্টে ব্যাটিং নিয়ে যে আলাদা পরিকল্পনা থাকছে সেটিরও সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন রোডস। প্রথম টেস্টের মত দ্বিতীয় টেস্টে যেন জীর্ণশীর্ণ ব্যাটিং দেখতে না হয় সেটাই আশা করছেন এই ইংলিশম্যান। তাঁর ভাষ্যমতে,
'আমি কোন চাপ অনুভব করছি না, তবে অপেক্ষা করব দ্বিতীয় টেস্টে আমাদের পরিকল্পনা কিভাবে সাজানো যায়। এই টেস্টে অবশ্যই আমাদের ব্যাটিং ভাল হয়নি প্রথম ইনিংসে। আমরা টসে হেরেছিলাম এবং আমরা বোলিংয়ে দারুণ করেছিলাম, তাদেরকে ২৮২ রানে মধ্যে অলআউট করে দিয়েছিলাম। এরপর আমাদের ৩৫০ কিংবা ৪০০ রান করার দরকার ছিল। এই ধরণের স্কোর না করতে পারলে আসলে সর্বদাই শেষে ব্যাটিং করা কঠিন হয়।'
উল্লেখ্য সিরিজের দ্বিতীয় টেস্টে আগামী রবিবার মাঠে নামছে সফরকারী জিম্বাবুয়ে এবং স্বাগতিক বাংলাদেশ। মিরপুরের শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।