গল টেস্টের নিয়ন্ত্রণ ইংলিশদের হাতে

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গল টেস্টের দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে আছে ইংল্যান্ড। দিন শেষে দ্বিতীয় ইনিংসে তাঁদের স্কোর বিনা উইকেটে ৩৮ রান। শ্রীলংকার বিপক্ষে ১৭৭ রানের লিড নিয়েছে জো রুটের দল।
এর আগে দিনের শুরুতে আগের দিনের ৮ উইকেটে ৩২১ রান নিয়ে খেলতে নামে ইংলিশরা। ৮৭ রান নিয়ে ব্যাট করতে নামা ব্যাটসম্যান বেন ফকস লঙ্কান বোলারদের দেখে শুনে খেলে তুলে নেন অভিষেক সেঞ্চুরি।
তবে সেঞ্চুরি হাঁকানোর পর ইনিংস বেশী লম্বা করতে পারেন নি এই উইকেট রক্ষক। ১০৭ রানে থামেন এই ইংলিশ ম্যান। সফরকারীরা অল আউট হন ৩৪২ রানে।
জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ইংলিশ বোলারদের তোপের মুখে পড়ে শ্রীলংকার টপ অর্ডার। স্কোরবোর্ডে ৪০ রান তুলতেই ৪ ব্যাটসম্যান সাজঘরে ফিরে যান।

এরপর অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং দীনেশ চান্দিমাল মিলে দলের হাল ধরেন। দুজন মিলে যোগ করেন ৭৫ রান। কিন্তু ব্যক্তিগত ৩৩ রানে আদিল রশিদের বলে ফিরতে হয় তাঁকে।
খানিক পর ম্যাথিউস তুলে নেন ফিফটি। কিন্তু ব্যক্তিগত ৫২ রানে তাঁকে বিদায় করেন মঈন আলি। এরপর লঙ্কান শিবিরে আরও আঘাত হানেন এই স্পিনার। শেষ পর্যন্ত মঈনের ঘূর্ণিতে শ্রীলংকা অল আউট হয় ২০৩ রানে।
মঈন আলি একাই নেন ৪ উইকেট। জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোন উইকেট না হারিয়ে ৩৮ রান স্কোরবোর্ডে তুলে দিন শেষ করে ইংলিশরা।
স্কোরঃ
ইংল্যান্ড প্রথম ইনিংসঃ
৩৪২ অল আউট (বেন ফকস ১০৭), (দিলরুয়ান পেরেরা ৭৫/৫)
শ্রীলংকা প্রথম ইনিংসঃ ২০৩ অল আউট (ম্যাথিউস ৫২), (মঈন আলি ৬৬/৪)
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস
৩৮/০ (ররি বার্নস ১১*, কিটন জেনিংস ২৬*)