নিজের তাগিদে প্রস্তুতি নিচ্ছিঃ সাইফুদ্দিন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে গেল ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। আসন্ন উইন্ডিজ সিরিজ উপলক্ষে নিজেকে ক্রমশ পরিণত করার চেষ্টায় আছেন ২২ বছর বয়সী এই পেস অলরাউন্ডার।
'শেষ সিরিজটা ভালো গেছে, আলহামদুলিল্লাহ। এখন প্রস্তুতি নিচ্ছি নিজের তাগিদে। এছাড়া হ্যামস্ট্রিংয়ের একটু সমস্যা ছিলো। সেইটার রিহ্যাব চলছে। আল্লাহর রহমতে এখন মোটামুটি সুস্থ। আজকে থেকে বোলিংও শুরু করেছি।

'গত সিরিজ তো দেখলেনই। আসলে নিয়মিত এ সব নিয়ে কাজ করতে হয়। বসে থাকলে তো হবে না। শেখার কোনো শেষ নাই। নতুন কিছু শিখতে পারলে নিজের জন্য সেটাই ভালো। ওইটাই করতেছি।'
চলতি বছরের শুরুতে ত্রিদেশীয় সিরিজ খেলেই বাদ পড়েছিলেন সাইফুদ্দিন। ফিরেছেন জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে। তিন ম্যাচে মাত্র ৪.৬২ ইকোনমি রেটে উইকেট নিয়েছেন চারটি; ব্যাট হাতেও করেছেন গুরুত্বপূর্ণ কিছু রান।
একটি ওয়ানডে জয়ের ম্যাচ সেরার পুরস্কারও আছে তাঁর। ক্যারিয়ারের শুরুতেই মুদ্রার দুই পীঠ দেখে ফেলা এই পেসার নিজেকে প্রস্তুত করে চলছেন আপন মনে। আসন্ন উইন্ডিজ সিরিজ উপলক্ষে বল হাতে নতুন কিছু নয়, বরঞ্চ আগের ভুলগুলোকেই শোধরানোর চেষ্টায় আছেন তিনি।
'নতুন কিছু নিয়ে আপাতত সে রকম কিছু হচ্ছে না। কারণ সামনে অনেক খেলা। নতুন কিছু শিখতে গেলে সময় লাগে। অল্প সময়ের মধ্যে নতুন কিছু করাও সম্ভব না। আমার যা শক্তি, তা উন্নতি করার জন্যই চেষ্টা করছি।'