রেনেগেডসে খেলবেন পাকিস্তানি পেসার শিনওয়ারি

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেটের জমজমাট আসর বিগ ব্যাশে খেলবেন পাকিস্তানি বাঁহাতি পেসার উসমান খান শিনওয়ারি। মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন তিনি, বিষয়টি নিশ্চিত করেছেন দলটির প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনান্ড।
বাঁহাতি পেসারদের বলে বৈচিত্র্য রয়েছে, তাই পাকিস্তানি এই বাঁহাতি পেসারকে দলে ভিড়িয়েছেন তাঁরা। পাশাপাশি শিনওয়ারি তাঁদের দলের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন ম্যাকডোনাল্ড।
'আমরা বাঁহাতি পেসার দলে নিতে চেয়েছি কারণ তাঁর বৈচিত্র্যময় বোলিং দিয়ে আমাদের বোলিং বিভাগকে আরও শক্তিশালী করবে। তাই শেনওয়ারি এবং হ্যারিকে আমরা দলে ভিড়িয়েছি,' বলেছিলেন রেনেগেডসের প্রধান কোচ।

তবে সম্পূর্ণ আসরের জন্য শিনওয়ারিকে দলে নেয়নি রেনেগেডস। আসরের প্রথম সাতটি ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি। এরপর ইংলিশ ৩২ বছর বয়সী বাঁহাতি পেসার গুর্নি হ্যারিকে দলে ভেড়াবে বিগ ব্যাশের দলটি।
এদিকে বিগ ব্যাশে খেলতে পেরে উচ্ছ্বসিত পাকিস্তানি পেসার উসমান জানিয়েছেন, তাঁর বোলিং দিয়ে রেনেগেডসকে সাফল্য এনে দিতে চান তিনি।
'আমি গত কয়েক বছর ধরে বিগ ব্যাশ অনেক আগ্রহ নিয়ে দেখছি এবং এই প্রতিযোগিতার মান আমাকে বিস্মিত করেছে। আমি আশা করছি আমার বোলিং দিয়ে ভিন্ন কিছু করে দেখাতে পারব এবং রেনেগেডসকে সাফল্য এনে দিতে দিতে সক্ষম হব।'
এই দুই আন্তর্জাতিক মানের পেসারকে দলে যোগ করার মাধ্যমে বিগ ব্যাশের আগামী আসরের জন্য দল গুছানো শেষ করেছে মেলবোর্ন রেনেগেডস।
মেলবোর্ন রেনেগেডস স্কোয়াডঃ
অ্যারন ফিঞ্চ (ক্যাপ্টেন), ক্যামেরন বয়েস, ড্যান ক্রিশ্চিয়ান, টম কুপার, জাক ইভান্স, মার্কাস হ্যারিস, ম্যাককেঞ্জি হার্ভে, জন হল্যান্ড, উসমান খান শিনওয়ারি, টিম লুডেম্যান, জো মেনি, মোহাম্মদ নবী, কেন রিচার্ডসন, উইল সুথারল্যান্ড, ক্রিস ট্রেমেন, বেউ ওয়েবস্টার, ক্যামেরন হোয়াইট, জ্যাক ওয়াইল্ডমুথ।