promotional_ad

প্রস্তুতির শেষটা ভাল হয়নি মেয়েদের

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের পূর্বে দ্বিতীয় এবং শেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে পরাজিত হয়েছে বাংলাদেশ নারী দল। ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ৮ রানে পরাজিত হতে হয়েছে সালমা খাতুনের দলকে।


গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে পাকিস্তানি মেয়েদের দেয়া মাত্র ১০৭ রানের লক্ষ্যে পৌঁছাতে পারেনি বাংলাদেশের মেয়েরা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৮ রানে থেমে গেছে টাইগ্রেসদের ইনিংস।


এ দিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শুরুতেই পাকিস্তানিদের চেপে ধরেছিল বাংলাদেশ। মাত্র ১০ রানে প্রথম উইকেট হারায় তাঁরা। রান আউট করে ৬ রান করা ওপেনার নাহিদা খানকে সাজঘরে ফেরত পাঠান লতা মণ্ডল।


এরপর দলের খাতায় ১১ রান যোগ করতেই তিনে নামা ব্যাটসম্যান উমাইমা সোহেলকে সরাসরি বোল্ড করে ফেরান স্পিনার খাদিজতুল কোবরা। বেশিক্ষণ টিকতে পারেন নি পাকিস্তানের আরেক ওপেনার আয়েশা জাফর। ১৮ রান করা এই ব্যাটসম্যানের উইকেট নেন রুমানা আহমেদ।


তবে মিডেল অর্ডার ব্যাটসম্যানরা খেলেছিলেন দল বাঁচান ইনিংস। বিসমাহ মারুফ (২২) এবং অধিনায়ক জাভেরিয়া খান (২১) দলকে গড়ে দিয়েছিলেন শতকের উপর রান তোলার ভিত। কিন্তু শেষের দিকের বাংলাদেশের বোলিংয়ের সামনে টিকতে পারেনি তাঁরা।


২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৬ রানে থেমে যায় তাঁদের ইনিংস। বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট নেন সালমা খাতুন এবং খাদিজা। রুমানা এবং ফাহিমা নিয়েছেন একটি করে উইকেট।


promotional_ad

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভাল হয়নি টাইগ্রেসদেরও। ২২ রান করতেই তিন টপ অর্ডার ব্যাটসম্যানকে হারিয়েছে বাংলাদেশ। শামিমা সুলতানা ৮ রান, আয়েশা রহমান ৯ এবং জাহানারা আলম ফিরেছেন এক রান করে।


তিন ব্যাটসম্যানই আউট হয়েছেন বোল্ড হয়ে। নিগার সুলতানাও টিকেননি বেশিক্ষণ। ফিরেছেন মাত্র তিন রান করে। তবে দলের এক প্রান্ত ধরে রেখেছিলেন ফারজানা হক। রুমানা আহমেদও চেয়েছিলেন দলেকে জয়ের বন্দরে ভেড়াতে।


কিন্তু ১০ রান করে ফিরে গেছেন রুমানা। তাঁর বিদায়ের পর ২৮ রান করে ফেরেছেন ফারজানা। শেষের দিকে এসে দলের খাতায় ১০ রান যোগ করেছিলেন লতা মণ্ডল। কিন্তু শেষ রক্ষা হয়নি, ৯৮ রানে থেমে গেছে বাংলাদেশের ব্যাটিং।


হারতে হয়েছে মাত্র আট রানে। পাকিস্তানের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন আইমান আনোয়ার, সানা মির এবং বিসমাহ মারুফ।


সংক্ষিপ্ত স্কোরঃ


টসঃ পাকিস্তান


পাকিস্তানঃ ১০৬/৭ (২০ ওভার)


(বিসমাহ ২২, জাভেরিয়া ২১; খাদিজা ২/১৮)


বাংলাদেশঃ ৯৮/৯ (২০ ওভার)


(ফারজানা ২৮; বিসমাহ ২/১২)


ফলাফলঃ পাকিস্তান ৮ রানে জয়ী



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball