রোহিতের রেকর্ড সেঞ্চুরিতে সিরিজ জিতল ভারত

ছবি: রোহিত শর্মা

|| ডেস্ক রিপোর্ট ||
উইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭২ রানের বড় জয় পেয়েছে ভারত। ব্যাটে বলে এই ম্যাচে ভারতের সাথে লড়াই জমাতেই ব্যর্থ হয়েছে ক্যারিবিয়ানরা। এই ম্যাচে জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে রোহিত শর্মার দল।
ভারতের দেয়া ১৯৬ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে উইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে উইন্ডিজ সংগ্রহ করেছে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান। বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ক্যারিবিয়ানরা।
ব্যক্তিগত সর্বোচ্চ ২০ এসেছে কিমো পলের ব্যাট থেকে। তাছাড়া অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েটের করেছেন অপরাজিত ২০ রান। শিমরন হেটমায়ার ১৫, ড্যারেন ব্রাভো ৩০ ও দীনেশ রামদিন ১০ রান করে আউট হয়েছে।

আর কেউই বলার মতো রান করতে পারেননি। ফলে হার মেনেই মাঠ ছাড়তে হয়েছে ক্যারিবিয়ানদের। ভারতের হয়ে ২ টি করে উইকেট নিয়েছেন কুলদীপ যাদভ, খলিল আহমেদ, ভুবনেশ্বর কুমার ও জসপ্রিত বুমরাহ।
উইন্ডিজের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মা। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে তার সেঞ্চুরির সংখ্যা এখন ৪টি।
এতদিন কিউই ব্যাটসম্যান কলিন মুনরোর সাথে ৩ টি করে সেঞ্চুরি নিয়ে পাশাপাশি অবস্থান করছিলেন রোহিত। এবার তাকে ছাড়িয়ে গেলেন। এই সেঞ্চুরির পথে রোহিত পেছনে ফেলেছেন পাকিস্তানী ব্যাটসম্যান শোয়েব মালিককে।
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এখন দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক রোহিত। ৮৬ ম্যাচে তার রান ২১৯২। তৃতীয় স্থানে নেমে যাওয়া মালিকের রান ১০৮ ম্যাচে ২১৯০। ৭৫ ম্যাচে ২২৭১ রান নিয়ে শীর্ষে আছেন মার্টিন গাপটিল।
এদিকে, রোহিত শর্মার ৬১ বলে ৮ চার আর ৭ ছক্কার ঝড়ে ১১১ রানে ভর করে উইন্ডিজের বিপক্ষে ২ উইকেট হারিয়ে ১৯৫ রান করেছে ভারত। শিখর ধাওয়ানকে নিয়ে রোহিত ওপেনিংয়ে ১২৩ রানের জুটি গড়েন।
ধাওয়ান আউট হয়েছেন ৪৩ রান করে। পান্ট এই ম্যাচে ব্যর্থ হয়েছেন। তার ব্যাট থেকে এসেছে মাত্র ৫ রান। শেষদিকে ১৪ বল ২ চার আর ১ ছক্কায় ২৬ রানের ইনিংস খেলে দলের সংগ্রহ ২০০ রানের কাছাকাছি নিয়ে যান লোকেশ রাহুল।