টেইলর-উইলিয়ামসনের ব্যাটে ফিরবে নিউজিল্যান্ড?

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বুধবার দিন শুরু হতে যাচ্ছে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। আবুধাবিতে বাংলাদেশ সময় বিকেল ৫ টায় শুরু হবে দিবা-রাত্রির এই ম্যাচটি।
টি-টুয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জেতায় কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে বেশ ফুরফুরে মেজাজে পাকিস্তান দল। অপরদিকে দীর্ঘদিন পরে আন্তর্জাতিক ক্রিকেটে ধবলধোলাই হয়ে বেশ দুশ্চিন্তায় কিউই শিবির।

তবে একটি বিষয় অবশ্যই স্বস্তি এনে দিতে পারে কেন উইলিয়ামসনদের দলে। আর তা হচ্ছে শেষ চারবারের মোকাবেলায় প্রতিবারই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড।
এছাড়া পাকিস্তানের বিপক্ষে প্রতিবারই জ্বলে ওঠে কেন উইলিয়ামসন এবং রস টেইলরের ব্যাট। দলটির বিপক্ষে উইলিয়ামসনের গড় ৬২.১৪ এবং টেইলরের গড় ৬০.১৩।
তবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের স্লো উইকেটে দুই দলের ব্যাটসম্যানরা কেমন করে সেটাই এখন দেখার বিষয়। চলতি বছরে এই উইকেটে ওয়ানডে ম্যাচে এক ইনিংসে সর্বোচ্চ রান ২৫৮।
পাকিস্তান একাদশ (সম্ভাব্য): ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, হাসান আলী, শাহীন আফ্রিদি।
নিউজিল্যান্ড একাদশ (সম্ভাব্য): কলিন মুনরো, টম ল্যাথাম (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, হেনরি নিকলস, জর্জ ওয়ার্কার, কলিন ডি গ্র্যান্ডহোম, টিম সাউদি, ইশ সোধি, আইজাজ প্যাটেল, অ্যাডাম মিলনে।