সৌম্যদের ম্যাচে ফেরাল বোলাররা

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডের খেলায় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে খুলনা বিভাগকে তুলনামূলক দ্রুত অলআউট করেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ রংপুর বিভাগ।
দ্বিতীয় দিন শেষে খুলনার থেকে ১৩৫ রান পিছিয়ে আছে তাঁরা, হাতে আছে ছয়টি উইকেট। তারকায় ভরা দল খুলনা বিভাগ অলআউট হয়েছে দ্বিতীয় দিন সকালেই। আগের দিন আট উইকেটে ২১৭ রান করা খুলনা এদিনে থেমেছে ২৬১ রানে।
বলার মতো কীর্তি কেবল মইনুল ইসলামের। এদিনে হাফ সেঞ্চুরি (৫৪) করে ফিরেছেন তিনি। এছাড়া আব্দুল হালিম করেছেন ২১ রান। রংপুরের বোলারদের মধ্যে সমান তিনটি করে উইকেট নিয়েছেন রবিউল হক, সাজেদুল ইসলাম এবং তানবির হায়দার।
এরপরে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ২৪ রানেই ওপেনার রাকিন আহমেদের (১৪) উইকেট হারায় রংপুর। মাহমুদুল হাসানও ফিরেন ৮ রান করে।
আব্দুর রাজ্জাকের বলে স্ট্যাম্পিং হয়ে নাঈম ইসলাম ফিরেছেন ১৩ রান করে। দিনের চতুর্থ উইকেট হিসেবে ফিরে গেছেন দলের আরেক ওপেনার মেহেদী মারুফ। ৪২ রান করে আল আমিনের বলে ফিরে গিয়েছেন তিনি।

দিন শেষে চার উইকেট হারিয়ে ১২৬ রান করেছে রংপুর। উইকেটে আছেন সোহরাওয়ার্দি শুভ (৩৫*) এবং তানবির হায়দার (৫*)। খুলনার হয়ে একটি করে উইকেট নিয়েছেন আল আমিন, জিয়াউর রহমান, আব্দুল হালিম ও আব্দুর রাজ্জাক।
দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোরঃ-
টসঃ- রংপুর বিভাগ
খুলনা বিভাগ প্রথম ইনিংসঃ- ২৬১ (৯৬ ওভার)
(মইনুল ৫৪, জিয়াউর ৪০, সোহান ৩৬; তানবির ৩/১৪, সাজেদুল ৩/৫৮)
রংপুর বিভাগ প্রথম ইনিংসঃ- ১২৬/৪ (৫৭ ওভার)
(মারুফ ৪২, সোহরাওয়ার্দি ৩৫*; জিয়াউর ১/১৭, হালিম ১/২০)
দ্বিতীয় দিন শেষে খুলনা বিভাগের থেকে ১৩৫ রান পিছিয়ে আছে রংপুর বিভাগ, হাতে আছে ছয়টি উইকেট।
খুলনা বিভাগঃ- মেহেদী হাসান, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তুষার ইমরান, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), জিয়াউর রহমান, মইনুল ইসলাম, আব্দুল হালিম, আল আমিন হোসেন, আব্দুর রাজ্জাক (অধিনায়ক)।
রংপুর বিভাগঃ- সাজেদুল ইসলাম (অধিনায়ক), নাঈম ইসলাম, সোহরাওয়ার্দি শুভ, তানবির হায়দার, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), মাহমুদুল ইসলাম, মেহেদী মারুফ, রাকিন আহমেদ, রবিউল হক, সঞ্জিত সাহা, শুভাশিস রয়।