এমন ব্যাটিংয়ের ব্যাখ্যা দেয়া কঠিন- রিয়াদ
ছবি: বাংলাদেশ দল, বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সিলেট টেস্টের পুরোটা সময় জুড়েই বিবর্ণ পারফর্মেন্স উপহার দিয়েছেন বাংলাদেশ দলের ব্যাটসম্যানেরা। বোলিং ভাল হলেও ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে জিম্বাবুয়ের কাছে বড় ব্যবধানেে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।
দুই ইনিংসে একবারও ২০০ রান তুলতে না পারা টাইগারদের এরূপ পারফর্মেন্সের একটি ব্যাখ্যা অবশ্য দিয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন পর্যাপ্ত কৌশল মেনে খেলতে না পারার কারণেই এভাবে পরাজিত হতে হয়েছে তাদের,

'এমন ব্যাটিংয়ের ব্যাখ্যা দেয়া আসলে খুবই কঠিন। একটা জিনিস বলতে পারি, টেস্ট ক্রিকেট খেলতে যেই ধরনের ডিসিপ্লিন থাকা উচিত, আমার মনে হয় না আমরা সেই রকম দেখাতে পেরেছি। কারণ উইকেট বেশ ভাল ছিল, এমনকি আজকেও উইকেট ভাল ছিল। হয়তো আজকেও দুই একটি বল টার্ন করেছে। এছাড়া আমার কাছে ভালোই মনে হয়েছে। আমার মনে হয় ডিসিপ্লিনের ইস্যুটা আমাদের আরেকটু ভাল করে দেখতে হবে।'
শুধু তাই নয়, টেস্ট ফরম্যাটে ভাল খেলতে হলে যে আত্মবিশ্বাস বৃদ্ধি করার বিকল্প নেই সেটাও মানছেন রিয়াদ। পাশাপাশি ব্যাটিংয়ে আরও কিভাবে ভাল করা যায় সেগুলোও খুঁজে বের করার দিকে জোর দিতে হবে বলে উল্লেখ করেছেন তিনি। রিয়াদের ভাষ্যমতে,
'নিজেদের ওপর বিশ্বাসটা আরেকটু বাড়াতে হবে। এই ইস্যু গুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। কারণ বেশ কয়েকটি টেস্ট আমাদের ব্যাটিং খুব বাজে হচ্ছে। আমাদের এইসব নিয়ে ভাবতে হবে, একটা উপায় বের করতে হবে।'
টেস্টের চতুর্থ দিনের পরিকল্পনা প্রসঙ্গেও কথা বলেছেন রিয়াদ। জানিয়েছেন এদিন ইতিবাচক থাকার মানসিকতা নিয়েই মাঠে নেমেছিলেন তারা। কিন্তু এরপরেও সেই মানসিকতা ধরে রাখতে ব্যর্থ হয়েছে দল। ফলে লজ্জাজনক পরাজয় নিয়েই শেষ হয়েছে সিলেট অধ্যায়,
'পরিকল্পনা তো সফল হয়নি। কারণ গতকাল আমাদের লক্ষ্য যখন নির্ধারিত হয়, তখন আমরা মাঠে আলোচনা করেছিলাম আমরা ইতিবাচক থাকব। ম্যাচ জেতার জন্যই খেলব। কারণ উইকেট ভালোই ছিল। কোন রকম অজুহাত দেয়া উচিত হবে না এবং দেয়া ঠিকও না। আমরাই বাজে ব্যাটিং করেছি', বলেছেন অধিনায়ক।