কোন অজুহাত নেই- মাহমুদুল্লাহ

ছবি: মাহমুদুল্লাহ রিয়াদ, ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্টে ১৫১ রানের বিশাল ব্যবধানে পরাজিত হওয়ার পর কোন দলেরই অজুহাত দেয়ার অবকাশ থাকে না। সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে পরাজিত হওয়ার পর বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও অবশ্য সেই পথে যাননি।
বরং নিজেদের ব্যর্থতার দায় অনেকটা মাথা পেতেই নিয়েছেন তিনি। জিম্বাবুয়ের কাছে লজ্জাজনক পরাজয়ের পর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে রিয়াদ জানিয়েছেন,

'উইকেট বেশ ভাল ছিল, সুতরাং এখানে কোন অজুহাত দেয়া চলে না। আমরা অনেক বেশি শট খেলেছিলাম, পিচ ভালভাবে পড়তে পারিনি।'
তবে এই পরাজয়ের পরও ভেঙ্গে পড়তে চান না রিয়াদ। পরবর্তীতে ম্যাচে নিজেদের ভুলগুলো শুধরে শক্তভাবে ফেরার লক্ষ্যের কথা জানালেন তিনি। টাইগার অধিনায়ক বলেন,
'আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং শক্তভাবে ফিরে আসতে হবে।'
এই ম্যাচে বল প্রাপ্তি বলতে শুধুমাত্র তাইজুল ইসলামের বোলিং। দুই ইনিংস মিলিয়ে মোট ১১ উইকেট শিকার করেছিলেন তিনি। এরূপ পারফর্মেন্সের পর জয়ী দলের কাতারেই থাকা উচিৎ ছিল তাঁর বলে বিশ্বাস করেন মাহমুদুল্লাহ,
'আমাদের খেলার কৌশলের অভাব ছিল। আমরা প্রথম ইনিংসে সুবিধা কাজে লাগাতে পারিনি। তাইজুল দুর্দান্ত ছিল, সে জয়ী দলে থাকার দাবিদার ছিল,' বলেন টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক।