ছিটকে পড়লেন কোরি অ্যান্ডারসন

ছবি: কোরি অ্যান্ডারসন

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়তে হয়েছে কিউই অলরাউন্ডার কোরি অ্যান্ডারসনকে। গোড়ালির ইনজুরির কারণে এরই মধ্যে আরব আমিরাত থেকে নিজ দেশে ফিরে গিয়েছেন তিনি।
অপরদিকে হাঁটুর ইনজুরিতে ভোগা লেগ স্পিনার টড অ্যাস্টেল বুধবার (৭ই নভেম্বর) অনুষ্ঠিতব্য প্রথম ওয়ানডেতে খেলতে পারছেন না বলে জানা গেছে। আর তাঁর পরিবর্তে কিউই স্কোয়াডে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার আজাজ প্যাটেল।
পাশাপাশি নতুন করে স্কোয়াডে রাখা হয়েছে ব্যাটসম্যান জর্জ ওয়াকার এবং পেস বোলার লকি ফার্গুসনকে। এদিকে অ্যাস্টেল এবং প্যাটেলের ডাক পাওয়া প্রসঙ্গে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড জানিয়েছেন,

'টড গত কয়েকদিন থেকে দারুণ উন্নতি করেছে এবং ওয়ানডে এবং টেস্ট স্কোয়াডে তাঁর থাকাটা বেশ ভাল হয়েছে। আমরা তাঁকে সুযোগ দিতে চাই। আজাজও আরেকটি সুযোগ পাচ্ছে। সে গত আরব আমিরাত সফরের সময়ে আমাদের সন্তুষ্ট করেছে এবং আমাদের পূর্ণ আত্মবিশ্বাস রয়েছে যে সে ৫০ ওভারের ক্রিকেটে অবদান রাখতে পারবে।'
উল্লেখ্য বল হাতে যথেষ্ট কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম ৩২ বছর বয়সী লেগ স্পিনার অ্যাস্টল। প্রথম শ্রেণীর ক্রিকেটে এখন পর্যন্ত ১১২ ম্যাচে ৩১৬টি উইকেট শিকার করেছেন তিনি। এছাড়াও লিস্ট 'এ' ক্রিকেটে ৭২টি ম্যাচে ৭২ উইকেট নিয়েছেন তিনি।
অপরদিকে ভারতীয় বংশোদ্ভূত আজাজ প্যাটেলও নিজের সামর্থ্যের পরিচয় দিয়েছেন ঘরোয়া ক্রিকেটে। এখন পর্যন্ত ৪৪টি প্রথম শ্রেণীর ম্যাচে মোট ১৮৭ উইকেট শিকার করেছেন ৩০ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার। আর লিস্ট 'এ' ক্রিকেটে ২২ ম্যাচে ২২টি উইকেট রয়েছে তাঁর।
নিউজিল্যান্ড ওয়ানডে স্কোয়াড-
কেন উইলিয়ামসন, টড অ্যাস্টেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথামা, কলিন মুনরো, হেনরি নিকোলাস, আজাজ প্যাটেল, ইশ সোধি, টিম সাউদি, রস টেইলর, বিজে ওয়াটলিং, জর্জ ওয়ার্কার।