promotional_ad

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

নারী ক্রিকেট দল
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলতি মাস থেকে শুরু হতে যাওয়া নারী টি টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বর্তমানে ক্যারিবিয়ানদের মাটিতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।


গত সোমবার গায়ানায় অনুষ্ঠিত প্রথম প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে টি টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ভালভাবেই শুরু করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল।


এবার দ্বিতীয় ম্যাচে রুমানা সালমাদের প্রতিপক্ষ পাকিস্তান। আগামীকাল গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে নিজেদের ঝালাই করে নিতে বাংলাদেশ সময় ভোর ছয়টায় মাঠে নামবে দুই দল। আর এই ম্যাচেও জয় নিয়ে পূর্ণ আত্মবিশ্বাসী থেকে বিশ্বকাপ মঞ্চে পা রাখতে চাইবে টাইগ্রেসরা। 



promotional_ad

কিছুদিন আগে ভারতকে হারিয়ে এশিয়া কাপ জয়ের পর থেকেই দিন বদলের হাওয়া লেগেছে বাংলাদেশ শিবিরে। বিশ্বকাপের মঞ্চেও এবার নিজেদের সেরাটা তুলে ধরতে তাই বদ্ধপরিকর নারী ক্রিকেট দল।  


টাইগ্রেস অধিনায়ক সালমা খাতুনও জানিয়েছিলেন এমনটাই। তিনি বলেছিলেন, 'এ বছরের এশিয়া কাপে ২০১৭ সালের ফাইনালিস্ট ভারতকে হারিয়ে শিরোপা জয়ের পর আমরা আত্মবিশ্বাসী আগামী টুর্নামেন্টে ভাল করার ব্যাপারে।'


অবশ্য কাজটি যে খুব একটা সহজ হবে না তা বলাই বাহুল্য। কেননা উইন্ডিজের মাটিতে অনুষ্ঠিতব্য টি-টুয়েন্টি বিশ্বকাপে বেশ কঠিন গ্রুপেই পড়েছে বাংলাদেশ। 


‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশ সঙ্গী হিসেবে পেয়েছে উইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কাকে। চূড়ান্ত লড়াইয়ে নামার আগে তাই প্রস্তুতি ম্যাচগুলো যথেষ্ট কার্যকরী হিসেবে বিবেচিত হচ্ছে টাইগ্রেসদের।



আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে তিন বিভাগেই দারুণ পারফর্ম করা সালমারা আগামীকাল পাকিস্তানের বিপক্ষেও সেই ফর্ম ধরে রাখতে চাইবে নিঃসন্দেহে। 


বিশ্বকাপে ১৫ সদস্যের বাংলাদশে দলঃ সালমা খাতুন, রুমানা আহমদে, জাহানারা আলম, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, আয়শো রহমান, শামীমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, রিতু মনি, সানজিদা ইসলাম, নিগার সুলতানা, লতা মণ্ডল ও শারমনি আকতার সুপ্তা।


স্ট্যান্ডবাইঃ শামীমা সুলতানা, সুরাইয়া আজমনি, শায়লা শারমনি, সুলতানা খাতুন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball