মার্শের বিকল্প ম্যাকডারমট

ছবি: বেন ম্যাকডারমট, সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে স্বাগতিক অস্ট্রেলিয়া। আর এই ম্যাচটিকে সামনে রেখে অজি স্কোয়াডে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান বেন ম্যাকডারমট।
ইনজুরি আক্রান্ত শন মার্শের পরিবর্তেই দলে জায়গা পেলেন এই তরুণ ক্রিকেটার। গত রবিবার পার্থে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে অনুপস্থিত ছিলেন মার্শ। নিতম্বের একটি অপারেশনের কারণে দ্বিতীয় ম্যাচেও তাঁর খেলা অনিশ্চিত বলে জানা গেছে।
এদিকে মার্শের বিকল্প হিসেবে ম্যাকডারমটকে নেয়া প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নির্বাচক কমিটির চেয়ারম্যান ট্রেভর হন্স জানিয়েছেন,

'শুক্রবার অনুষ্ঠিতব্য দ্বিতীয় ওয়ানডের আগে শন মার্শ যদি সুস্থ না হয়ে ওঠে তাহলে তাঁর আদর্শ বিকল্প হিসেবে বেনকে আমরা বিবেচিত করছি। আমরা শনের উন্নতি পর্যবেক্ষণ করব এবং তাঁর ফিটনেসে উন্নতির জন্য সব সুযোগ সুবিধা প্রদান করব ম্যাচটির আগে।'
গত মাসে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ম্যাকডারমটের। পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং আরব আমিরাতের অংশগ্রহণে অনুষ্ঠিত সেই ত্রিদেশীয় টি টুয়েন্টি সিরিজটিতে অবশ্য খুব ভাল করতে পারেননি এই ডানহাতি। চার ম্যাচে তাঁর সংগ্রহ ছিল যথাক্রমে ১০, ০, ৩ এবং ২১।
তবে ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে এরই মধ্যে নিজেকে চিনিয়েছেন ম্যাকডারমট। গত মাসে অনুষ্ঠিত জেএলটি কাপে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ৭১.১৬ গড়ে ৪২৭ রান সংগ্রহ করেছিলেন তিনি এই টুর্নামেন্টে। যেখানে তাসমানিয়ার হয়ে দুটি শতক এবং দুটি অর্ধশতকও হাঁকিয়েছিলেন তিনি।
অস্ট্রেলিয়া স্কোয়াড-
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, নাথান কুল্টার নাইল, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, ট্রাভিস হেড, ক্রিস লিন, শন মার্শ, গ্ল্যান ম্যাক্সওয়েল, বেন ম্যাকডারমট, ডি আর্কি শর্ট, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।