promotional_ad

বিদায়ী টেস্টে মাঠে নামছেন রঙ্গনা হেরাথ

রঙ্গনা হেরাথ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অ্যালিস্টার কুকের অবসরের পর প্রথম বারের মতো টেস্ট খেলতে নামছে ইংল্যান্ড। মঙ্গলবার লঙ্কানদের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামছে ইংলিশরা।


গলে এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন লঙ্কান কিংবদন্তী স্পিনার রঙ্গনা হেরাথ। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০ টায়।


এই ম্যাচে কুকের স্থলাভিষিক্ত হতে চলেছেন সারের অধিনায়ক রোরে বার্ন্স। তাছাড়া, অভিষেকের অপেক্ষায় আছেন সারের উইকেটরক্ষক ব্যাটসম্যান বেন ফোকস।


promotional_ad

তার খেলার কথা রয়েছে আঙ্গুলের ইনজুরিতে পড়া জনি বাইরস্টোর জায়গায়। এদিকে বিদায়ী টেস্ট খেলতে নামা হেরাথ এই ম্যাচে বেশ কয়েকটি মাইলফলকের সামনে রয়েছেন।


১৯৯৯ সালে এই গলেই তার টেস্ট অভিষেক টেস্ট হয়েছিল। এই ম্যাচে আর মাত্র ১ টি উইকেট পেলেই লঙ্কান কিংবদন্তী মুত্তিয়া মুরালিধরণের সঙ্গে এই মাঠে ১০০ উইকেটের কীর্তি গড়বেন হেরাথ।


৪০ বছর বয়সী হেরাথ এখন পর্যন্ত ৯২ টেস্টে দখল করেছেন ৪৩০ টি উইকেট। সর্বকালের সেরা উইকেট শিকারিদের তালিকায় হেরাথের অবস্থান এখন ১০ নম্বরে।


আর মাত্র ৫ উইকেট পেলেই তিনি স্যার রিচার্ড হ্যাডলি, স্টুয়ার্ট ব্রড ও কপিল দেবকে হটিয়ে ৭ নম্বরে জায়গা করে নেবেন।  ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩৪ ইনিংসে ৫ বা ততোধিক উইকেট নিয়েছেন হেরাথ।


সর্বকালের সেরাদের মধ্যে তার অবস্থান ৫ নম্বরে। তার আগে আছেন অনিল কুম্বলে (৩৫), স্যার রিচার্ড হ্যাডলি (৩৬), শেন ওয়ার্ন (৩৭) ও স্বদেশী মুত্তিয়া মুরালিধরণ (৩৯)।


মঙ্গলবার থেকে শুরু হওয়া ম্যাচে বরাবরের মতো স্পিনারদের রাজত্ব থাকবে। তবে, দুই দলের জন্যই প্রধান বাঁধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। ম্যাচের শুরুর দিনই বৃষ্টির সম্ভাবনা আছে। 
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball