লক্ষ্ণৌতে ভারতের সিরিজ জয়ের মিশন

ছবি: ভারতীয় দল

|| ডেস্ক রিপোর্ট ||
ইডেন গার্ডেন্সে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে উইন্ডিজকে হারিয়ে দাপুটে জয় তুলে নিলেও টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা ভারতের চিন্তার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।
এই চিন্তা মাথায় নিয়েই মঙ্গলবার লক্ষ্ণৌতে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে ভারত। উইন্ডিজের বিপক্ষে তাদের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায়। এই ম্যাচে জিতলেই সিরিজ নিশ্চিত করবে রোহিত শর্মার দল।
প্রথম ম্যাচে বোলাররা দারুণ পারফর্মেন্স দেখালেও টপ অর্ডার ব্যাটসম্যানরা নিস্প্রভ ছিলেন। ওশেন থমাসের গতি ও বাউন্সকে সামলানোই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভারতীয়দের জন্য।

ক্যারিবিয়ান অধিনায়ক কার্লোস ব্রাথওয়েটও বাড়তি বাউন্স আদায় করে নিয়েছেন ইডেনের উইকেট থেকে। এই দুই পেসার মিলেই ভারতের টপ অর্ডারের চার উইকেট তুলে নিয়েছিলেন।
তবে শেষ দিকে অভিষিক্ত ক্রুনাল পান্ডিয়া ও অভিজ্ঞ দীনেশ কার্তিকের ব্যাটে দারুণ জয় পায় ভারত। উইন্ডিজের সংগ্রহটা বড় হলেই আরও বড় বিপদে পড়তে হত ভারতীয়দের। দ্বিতীয় ম্যাচের আগে এই বিষয়গুলো ভাবনার বড় বিষয় রোহিত শর্মাদের জন্য।
ভারতীয়দের বোলিং নিয়ে অবশ্য চিন্তার কোনো কারণ নেই। ভুবনেশ্বর না থাকলেও বেশ ভাল ভাবেই নিজের দায়িত্ব সামলেছেন খলিল আহমেদ। চার ওভার বল করে একটি উইকেট নিলেও তিনি ছিলেন বেশ মিতব্যয়ী।
রান দিয়েছেন মাত্র ১৬। আর ক্রুনাল পান্ডিয়ে অভিষেকেই নিজের অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন। তিনি চার ওভারে ১৫ রান দিয়ে নিয়েছিলেন ১ টি উইকেট। পরে ব্যাট হাতে ম্যাচ জেতানো ২১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি।
লক্ষ্ণৌয়ের নতুন স্টেডিয়ামের উইকেট স্পিনারদের অনুকুলেই। এই ম্যাচে ব্যাটসম্যানরা খুব বেশি সুবিধা পাবেন না। এখানে ১৩০ রান তাড়া করে জয়ও বেশ কষ্টকর হবে যেকোনো দলের জন্য।