উইকেটই পড়তে পারেনি বাংলাদেশ!

ছবি: স্টিভ রোডস, ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সিলেট টেস্টের উইকেট পড়তেই পারেনি বাংলাদেশ দল। জিম্বাবুয়ের বিপক্ষে এক পেসারের বাংলাদেশ দলের থিঙ্ক ট্যাঙ্ক ভেবেছিল, সিলেটের উইকেটে স্পিনাররা বাড়তি সুবিধা পাবে। কিন্তু হয়েছে উল্টোটা।
তৃতীয় দিন শেষেও সিলেটের উইকেটকে 'ফ্ল্যাট' বলা যায়। প্রধান কোচ স্টিভ রোডস তাই বলেছেন, 'উইকেট পড়তে পারা সহজ কাজ না। মাঝে মাঝে অনেক অভিজ্ঞতা থাকলেও ভুল হয়ে যায়, আমরা সবাই ভেবেছিলাম এই উইকেট টার্ন করবে।

'উইকেট আমাদের অবাক করেছে। উইকেটের দুই পাশ বেশ শুষ্ক ছিল শুরু থেকেই। উইকেটের মধ্যভাগ আবার কিছুটা আঁটসাঁট ছিল। কিন্তু সময়ের সাথে সাথে উইকেট আরও শুষ্ক হয়েছে। আমরা ভেবেছিলাম এই উইকেটে অনেক টার্ন পাওয়া যাবে। কিন্তু সেটা হয়নি।'
বাংলাদেশ দলের উইকেট বিড়ম্বনা নতুন নয়। ঘরের মাঠে সুবিধা নিতে না পারায় বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে বেশ আলোচনা সমালোচনা হয়েছে।
শ্রীলঙ্কা বিপক্ষে টেস্ট সিরিজও একই ভুল করেছে বাংলাদেশ। চিটাগং টেস্টে বাংলাদেশ দল এক ঝাঁক স্পিনার নিয়ে দল সাজালেও উইকেট পাঁচ দিনেও ভাঙ্গে নি, ধরে নি স্পিন। সেই টেস্টের উইকেট অতিরিক্ত ব্যাটিং সহায়ক হওয়ায় ডিমেরিট পয়েন্টও গুনতে হয়েছে চিটাগংকে।
সিলেট টেস্টেও একই চিত্রের পুনরাবৃত্তি হয়েছে। স্টিভ রোডসের ভাষায়, 'আমার মনে হয় শ্রীলঙ্কার বিপক্ষে চিটাগং টেস্টেও একই রকম ঘটনা ঘটেছিল। সবাই ভেবেছিল উইকেট টার্ন করবে কিন্তু স্পিন করেনি। এখানে স্পিন করছে, কিন্তু ধারাবাহিকভাবে না। বেশিরভাগ বলেই আপনি রান করতে পারবেন।'