বিদায়ী ম্যাচে ফিফটি হাঁকালেন রাজিন সালেহ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডের খেলায় কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে নিজের বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন সিলেট অধিনায়ক রাজিন সালেহ।
এদিনে ঢাকা বিভাগের বিপক্ষে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সিলেট বিভাগ। অবশ্য ৪০ রানের মধ্যেই শুরুর তিন ব্যাটসম্যানকে হারিয়েছে তাঁরা। ইমতিয়াজ হোসেন (১৪), সানাজ আহমেদ (১০) এবং জাকির হোসেন (১৫) এদিনে ব্যর্থ হয়ে ফিরেছেন।

এরপরেই হাল ধরেন অধিনায়ক রাজিন সালেহ এবং অলক কাপালি। কাপালি ২৮ রান করে ফিরে গিয়েছেন। এরপরে শাহানুর রহমান ২৯ রান করে রানআউট হয়ে ফিরে যান। উইকেটে আছেন রাজিন সালেহ (৫৪*) এবং জাকের আলি (১০*)।
এই মুহূর্তে সিলেটের সংগ্রহ ৭২ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৬৩ রান। ঢাকা বিভাগের হয়ে দুটি উইকেট নিয়েছেন শুভাগত হোম। একটি করে উইকেট নিয়েছেন শাহাদাত হোসেন এবং মোশাররফ হোসেন।
সিলেট বিভাগঃ- ইমতিয়াজ হোসেন, সানাজ আহমেদ, জাকির হোসেন, রাজিন সালেহ (অধিনায়ক), অলক কাপালি, শাহানুর রহমান, জাকের আলি (উইকেটরক্ষক), এনামুল হক জুনিয়র, নাবিল সামাদ, ইমরান আলি, এবাদত হোসেন।
ঢাকা বিভাগঃ- শাহাদাত হোসেন, আব্দুল মজিদ, সাইফ হাসান, রনি তালুকদার, তাইবুর রহমান, শাকিল হোসেন, মাহবুবুল ইসলাম অনিক (উইকেটরক্ষক), মোশাররফ হোসেন, নাদিফ চৌধুরী (অধিনায়ক), নাজমুল হোসেন মিলন, রকিবুল হাসান, শুভাগত হোম।