সিলেট স্টেডিয়ামের নিরাপত্তা জোরদার করবে বিসিবি

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সিলেট টেস্টের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মুখ খুলেছেন বিসিবি নিরাপত্তা কমিটির প্রধান হোসাইন ইমাম। সিলেট স্টেডিয়ামে খেলা চলাকালীন সময়ে নিরাপত্তা আরও জোরদার করার আশ্বাস দিয়েছেন তিনি।
সিলেট টেস্টের প্রথম দিন মাঠের পূর্ব গ্যালারি থেকে এক ক্ষুদে ভক্ত মাঠে প্রবেশ করেছি। প্রথম দিনের ঘটনাকে খুব একটা গুরুত্ব না পেলেও ম্যাচের তৃতীয় দিন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় গুরুত্বের চোখে দেখা হচ্ছে।

'আমরা নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করবো। আমাদের আরও সতর্ক হতে হবে, আমাদের সঠিক পথে এগোতে হবে। আমাকে জানানো হয়েছে, যেই দর্শক মাঠে প্রবেশ করেছে তাঁকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে,' ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছেন হোসাইন ইমাম।
ঘটনাটি ঘটেছিল জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসের ৪৩তম ওভারে। তাইজুল ইসলামের স্পিনে প্রথম ইনিংসে ফিফটি হাঁকানো পিটার মুর সদ্য আউট হন। বাংলাদেশ দল তখন উইকেট উদযাপনে ব্যস্ত।
ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ দলের উল্লাসে আচমকা যোগ দেন নিয়ম ভেঙ্গে মাঠে প্রবেশ করা সেই দর্শক। তাঁর পেছন পেছন ছুটে আসে নিরাপত্তা কর্মীরা।
কিন্তু ক্রিকেটারদের মাঝে প্রবেশ করতে সক্ষম হন মাঠে প্রবেশ করা যুবক। খানিকবাদে মাঠের চারদিক থেকে নিরাপত্তা কর্মীরা এসে সেই দর্শককে মাঠ ছাড়া করেন।