একটানা ছয় ইনিংসে ব্যর্থ আশরাফুল

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডের খেলায় কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে টসে জিতে ব্যাটিং বেঁছে নিয়েছে ঢাকা মেট্রোপলিটন। এখন পর্যন্ত ৫১ ওভারে চার উইকেট হারিয়ে ১৪৪ রান করেছে তাঁরা।
দলের হয়ে ৩৫ রান করেছেন ওপেনার আজমির আহমেদ। ২৭ রান করে নাঈম হাসানের বলে ফিরে গিয়েছেন সাদমান ইসলাম। শামসুর রহমান ২৯ রান করেছেন। এছাড়া মোহাম্মদ আশরাফুল ফিরেছেন মাত্র নয় রান করে।

এ নিয়ে একটানা ছয় ইনিংসে ব্যর্থ হলেন আশরাফুল। সোমবারের ম্যাচ সহ শেষ পাঁচ ইনিংসে তাঁর রান ২৩, ১৪, ১৪, ১৪, ৩৪ এবং ৯ রান। মেট্রোর হয়ে উইকেটে আছেন অধিনায়ক মার্শাল আইয়ুব (৩৭*) এবং আসিফ আহমেদ (১*)।
ঢাকা মেট্রোপলিটনঃ- সাদমান ইসলাম, আজমির আহমেদ, শামসুর রহমান, মার্শাল আইয়ুব (অধিনায়ক), আসিফ আহমেদ, আসিফ হোসেন, জাবিদ হোসেন (উইকেটরক্ষক), শরিফুল্লাহ, কাজি অনিক, আবু হায়দার রনি।
চট্টগ্রাম বিভাগঃ- ইরফান শুক্কুর, সাদিকুর রহমান, ইয়াসির আলি (অধিনায়ক), তাসামুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), হাসান মাহমুদ, ইরফান হোসেন, নাঈম হাসান, পিনাক ঘোষ, সাজ্জাদুল হক, সাখাওয়াত হোসেন।