ফরহাদ রেজাদের বোলিং তোপে কোণঠাসা বরিশাল

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডের খেলায় রাজশাহী বিভাগের বিপক্ষে ধুকছে বরিশাল বিভাগ।
টসে জিতে ফিল্ডিং বেঁছে নেওয়া রাজশাহী এরই মধ্যে বরিশালের আটটি উইকেট ফেলে দিয়েছে। এই রিপোর্ট লিখার সময়ে বরিশালের সংগ্রহ ৩০ ওভারে আট উইকেট হারিয়ে ৭০ রান।

বরিশালের হয়ে এখন পর্যন্ত ব্যক্তিগত সর্বোচ্চ ২৫ রান করেছেন আল আমিন। এছাড়া মোসাদ্দেক হোসেন করেছেন ২২ রান। রাজশাহীর হয়ে তিনটি উইকেট নিয়েছেন শফিকুল ইসলাম ও মোহর শেখ। দুটি উইকেট নিয়েছে ফরহাদ রেজা।
দিনের আরেক খেলায় কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে টসে জিতে ব্যাটিং বেঁছে নিয়েছে ঢাকা মেট্রোপলিটন। এখন পর্যন্ত ৩৭ ওভারে তিন উইকেট হারিয়ে ১১৪ রান করেছে তাঁরা।
দলের হয়ে ৩৫ রান করেছেন ওপেনার আজমির আহমেদ। ২৭ রান করে নাঈম হাসানের বলে ফিরে গিয়েছেন সাদমান ইসলাম। শামসুর রহমান ২৯ রান করেছেন। উইকেটে আছেন অধিনায়ক মার্শাল আইয়ুব (১১*) এবং মোহাম্মদ আশরাফুল (৬*)