promotional_ad

বোর্ডকে যোগ্য অধিনায়ক খুঁজতে বললেন ওয়ার্ন

ছবিঃ- গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়ার সাম্প্রতিক পারফর্মেন্সে দারুণ বিরক্ত সাবেক অজি লেগ স্পিনার শেন ওয়ার্ন। দলটির সব ফরম্যাটেই সুযোগ্য দলনেতার অভাব আছে বলে মনে করছেন তিনি। এক্ষেত্রে ক্রিকেট অস্ট্রেলিয়ার হস্তক্ষেপ প্রয়োজন আছে বলেই মনে করেন তিনি।


'অধিনায়ক এবং সহ অধিনায়ক পথ দেখিয়ে দিবে। তারপর বাকিদের পারফর্মেন্স করতে হবে। অধিনায়ককে নিজের পারফর্মেন্স দিয়েই অনুপ্রাণিত করতে হবে। 



promotional_ad

'কি হয়েছে সব ভুলে যেতে হবে (বল টেম্পারিং ইস্যু) । যেটাই হোক। এগুলো ভাবতে থাকলে চলবে না। তাঁদের সেরা অধিনায়ক খুঁজে বের করতে হবে। প্রতিটি ফরম্যাটে; যে তাঁদের পথ দেখাতে পারবে।'


শেষ পাঁচটি টি-টুয়েন্টি ম্যাচে অজিরা জিতেছে একটিতে। এছাড়া শেষ ১২ টি ওয়ানডেতে অজিদের জয়ের দেখা পেয়েছে মাত্র একটি ম্যাচে। আর শেষ পাঁচ টেস্টে কোনও জয় নেই টিম পেইনের দলের।


ড্র আছে একটি। ওয়ানডে ফরম্যাটে অবশ্য টিম পেইনকে সরিয়ে অ্যারন ফিঞ্চকে নেতৃত্ব দেওয়া হয়েছে। যদিও ফলাফল আসছে না তাতেও। পার্থে দক্ষিণ আফ্রিকার কাছেই অসহায়ের আত্মসমর্পণ করেছে অস্ট্রেলিয়া।



এটা দেখেই মূলত রেগে গিয়েছেন ইতিহাস সেরা লেগ স্পিনার ওয়ার্ন। মাঠে অজিদের আক্রমণাত্মক ক্রিকেট খেলার পরামর্শও দিয়েছেন তিনি। 


'দিনশেষে আপনি কেমন ক্রিকেট খেলছেন এটাই দেখার বিষয়। এটা খুবই সাধারণ খেলা। অবশ্যই পারফর্মেন্স ভিত্তিক। আপনাকে মাঠে ভাল পারফর্ম করতে হবে। আপনাকে আক্রমণাত্মক হতে হবে আর এটাই ক্রিকেটের মূল বিষয় বস্তু।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball