বোর্ডকে যোগ্য অধিনায়ক খুঁজতে বললেন ওয়ার্ন

ছবি: ছবিঃ- গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার সাম্প্রতিক পারফর্মেন্সে দারুণ বিরক্ত সাবেক অজি লেগ স্পিনার শেন ওয়ার্ন। দলটির সব ফরম্যাটেই সুযোগ্য দলনেতার অভাব আছে বলে মনে করছেন তিনি। এক্ষেত্রে ক্রিকেট অস্ট্রেলিয়ার হস্তক্ষেপ প্রয়োজন আছে বলেই মনে করেন তিনি।
'অধিনায়ক এবং সহ অধিনায়ক পথ দেখিয়ে দিবে। তারপর বাকিদের পারফর্মেন্স করতে হবে। অধিনায়ককে নিজের পারফর্মেন্স দিয়েই অনুপ্রাণিত করতে হবে।

'কি হয়েছে সব ভুলে যেতে হবে (বল টেম্পারিং ইস্যু) । যেটাই হোক। এগুলো ভাবতে থাকলে চলবে না। তাঁদের সেরা অধিনায়ক খুঁজে বের করতে হবে। প্রতিটি ফরম্যাটে; যে তাঁদের পথ দেখাতে পারবে।'
শেষ পাঁচটি টি-টুয়েন্টি ম্যাচে অজিরা জিতেছে একটিতে। এছাড়া শেষ ১২ টি ওয়ানডেতে অজিদের জয়ের দেখা পেয়েছে মাত্র একটি ম্যাচে। আর শেষ পাঁচ টেস্টে কোনও জয় নেই টিম পেইনের দলের।
ড্র আছে একটি। ওয়ানডে ফরম্যাটে অবশ্য টিম পেইনকে সরিয়ে অ্যারন ফিঞ্চকে নেতৃত্ব দেওয়া হয়েছে। যদিও ফলাফল আসছে না তাতেও। পার্থে দক্ষিণ আফ্রিকার কাছেই অসহায়ের আত্মসমর্পণ করেছে অস্ট্রেলিয়া।
এটা দেখেই মূলত রেগে গিয়েছেন ইতিহাস সেরা লেগ স্পিনার ওয়ার্ন। মাঠে অজিদের আক্রমণাত্মক ক্রিকেট খেলার পরামর্শও দিয়েছেন তিনি।
'দিনশেষে আপনি কেমন ক্রিকেট খেলছেন এটাই দেখার বিষয়। এটা খুবই সাধারণ খেলা। অবশ্যই পারফর্মেন্স ভিত্তিক। আপনাকে মাঠে ভাল পারফর্ম করতে হবে। আপনাকে আক্রমণাত্মক হতে হবে আর এটাই ক্রিকেটের মূল বিষয় বস্তু।'