জয় দিয়ে টি-টুয়েন্টি সিরিজ শুরু ভারতের

ছবি: ভারতীয় দল

|| ডেস্ক রিপোর্ট ||
উইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ৫ উইকেটের বড় জয় পেয়েছে স্বাগতিক ভারত। মূলত মিডেল অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় এই জয় তুলে নিয়েছেন রোহিত শর্মার দল।
উইন্ডিজের দেয়া ১১০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতীয়দের। তারা দলীয় ৭ রানের মাথায় অধিনায়ক রোহিত শর্মার উইকেট হারায়। তিনি মাত্র ৬ রান করে ওশান থমাসের শিকার হয়েছেন।
এরপর দুই অঙ্কে পৌঁছুতে পারেননি ওপেনার শিখর ধাওয়ান (৩) ও ঋষাভ পান্ট (১)। শিখর ক্যারিবিয়ান পেসার থমাসের দ্বিতীয় শিকার হয়েছেন। আর পান্ট আউট হয়েছেন ব্র্যাথওয়েটের বলে। এরপর ১৬ রান করা লোকেশ রাহুলেরও উইকেট তুলে নিয়েছেন তিনি।
পঞ্চম উইকেটে দারুণ এক জুটি গড়ে ভারতকে জয়ের অনেক কাছে নিয়ে গিয়েছিলেন দীনেশ কার্তিক ও মনিশ পান্ডে। ১৯ রান করা মনিশকে ফিরিয়ে ৩৮ রানের এই জুটি ভেঙেছেন খারি পিয়েরে।

এরপর দেখে শুনে খেলে ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন অভিজ্ঞ দীনেশ কার্তিক ও অভিষিক্ত ক্রুণাল পান্ডিয়া। কার্তিক ৩১ ও পান্ডিয়া ২১ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।
এর আগে, ইডেন গার্ডেন্সে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৯ রান তোলে৷ ক্যারিবিয়ানদের হয়ে এই ম্যাচ দিয়ে অভিষেক হওয়া ফ্যাবিয়ান অ্যালেন ছাড়া আর কেউই বলার মতো রান করতে পারেননি।
ভারতীয় বোলারদের নিয়ন্ত্রীত বোলিংয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি উইন্ডিজ। আগে ব্যাট করতে নেমে দলীয় ১৬ রানেই ওপেনার দীনেশ রামদিন সাজঘরে ফেরেন। মাত্র ২ রান করে তিনি উমেশ যাদবের বলে উইকেটরক্ষক দীনেশ কার্তিকের হাতে ধরা পড়েন।
এরপর শাই হোপ ১৪ রান করে হেটমায়ারের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হলে বিপর্যয়ে পড়ে উইন্ডিজ। হেটমায়ারও নিজের ইনিংস লম্বা করতে পারেননি। তিনি ১০ রান করে বুমরাহর শিকার হয়েছেন।
এরপর মিডেল অর্ডার আর লোয়ার মিডেল অর্ডারের আর কেউই স্থায়ী হতে পারেননি। ১৪ রান করা পোলার্ডের উইকেট নিয়েছেন ক্রুণাল পান্ডিয়া৷ ড্যারেন ব্র্যাভো (৫), রভম্যান পাওয়েল (৪) ও কার্লোস ব্রাথওয়েটকে (৪) পর পর ফিরিয়েছেন কুলদীপ যাদব৷
লোয়ার অর্ডারে ব্যাট করতে এসে দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করে টি-টুয়েন্টিতে খলিল আহমেদের প্রথম শিকার হন অ্যালেন৷ কিমো পল ১৫ ও পিয়েরে ৯ রান করে অপরাজিত থাকলেও উইন্ডিজের ইনিংস লম্বা হয়নি কেউ জুটি গড়তে না পারায়।
কুলদীপ ৪ ওভারে ১৩ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন৷ চার ওভারের কোটা পূরণ করা বাকি চার বোলার উমেশ যাদব, খলিল আহমেদ, ক্রুণাল পান্ডিয়া ও জসপ্রীত বুমরাহ নেন একটি করে উইকেট৷