promotional_ad

স্লেজিং যুদ্ধ শুরু রবিবার

ছবিঃ- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি রবিবার। বাংলাদেশ সময় সকাল ৯.২০ মিনিটে শুরু হবে এই ম্যাচটি। এই সিরিজটি শুরুর আগেই স্লেজিং ইস্যুতে মিডিয়া বেশ সরগরম। 


মাঠে দক্ষিণ আফ্রিকার সঙ্গে অজিদের চিরায়িত বাকযুদ্ধ লড়াই দেখার অপেক্ষায় পুরো ক্রিকেটবিশ্ব। যদিও এসব নিয়ে বিশেষ চিন্তিত নন সফরকারী দলের অধিনায়ক ফাফ ডু প্লেসিস।


ম্যাচের আগের দিন মিডিয়ার সামনে তিনি জানান, 'আপনি যখনই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন, তখন বুঝতে হবে আপনি খুব ভাল একটি দলের বিপক্ষে খেলছেন।'



promotional_ad

বস্তুত এই সিরিজে পরিষ্কারভাবেই এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। বল টেম্পারিং ঘটনার মোহ থেকে এখনও বের হতে পারেনি অস্ট্রেলিয়া। মাঠে প্রতিনিয়তই বাজে পারফর্মেন্স উপহার দিয়ে যাচ্ছে তাঁরা। 


যদিও এসব নিয়ে ভাবছেন না অজিদের নতুন ওয়ানডে অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ইতিবাচক থাকার পক্ষেই মতামত দিচ্ছেন তিনি। ম্যাচের আগের দিন গণমাধ্যমের সামনে জানান, 


'শুরুতেই যদি আপনি শেষ নিয়ে চিন্তা করেন তাহলে সেটা ভুল। এটা ক্ষতির কারণ হতে পারে। ইতিবাচক থাকতে হবে শেষ পর্যন্ত। জয়ের রাস্তায় থাকতে হবে। তাহলেই ফল আসবে।'


উল্লেখ্য, এই দুই জাতির ম্যাচে অনন্য রুপ লাভ করে স্লেজিং। কয়েকদিন আগেই রাবাদা বলেছিলেন এবারও আগ্রাসী ভঙ্গিমার ক্রিকেট উপহার দিতে চান তাঁরা। এরপরে স্টেইন বলেছিলেন দর্শকই চায় এই দুই জাতির ম্যাচে স্লেজিং হোক! যদিও অস্ট্রেলিয়া দল স্লেজিং ইস্যুতে মুখ খুলেনি।



সম্ভাব্য একাদশঃ-


অস্ট্রেলিয়াঃ- অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ট্রাভিস হেড, শন মার্শ, ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স কারি (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।


দক্ষিণ আফ্রিকাঃ- কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এইডেন মার্করাম, রিজা হ্যান্ডরিকস, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ডেভিড মিলার, ফারহান বেহারদিন, অ্যাণ্ডিল ফেহলুকওয়ায়ু, ডেল স্টেইন, ক্যাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, ইমরান তাহির।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball