promotional_ad

সাত মাস পর কোহলি-ধোনিকে ছাড়া খেলবে ভারত

ছবিঃ- পিটিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে মুখোমুখি হচ্ছে ভারত এবং উইন্ডিজ। রবিবার কলকাতার ইডেন গার্ডেনসে এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে।


টেস্ট এবং ওয়ানডে সিরিজ জিতে টি-টুয়েন্টি সিরিজের আগে মানসিকভাবে বেশ চাঙ্গা ভারত। এদিকে ইনজুরির কারণে আন্দ্রে রাসেলের মতো অভিজ্ঞ ক্রিকেটার ছাড়াই মাঠে নামতে যাওয়ায় কিছু দুশ্চিন্তাগ্রস্ত উইন্ডিজ।


যদিও আন্দ্রে রাসেল না থাকার পরেও উইন্ডিজকে বেশ সমীহ করছেন ভারপ্রাপ্ত ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। 'রাসেল না থাকলেও উইন্ডিজের বাকী ক্রিকেটাররাও আমাদের মতোই অনেক টি-টুয়েন্টি খেলেছে।


'তাঁদেরও নিজস্ব লীগ আছে। তাঁদের অভিজ্ঞ ক্রিকেটার আছে এবং তাঁরা খেলাটাকে বেশ উপভোগ করে। এমনকি সফলতার মুখও দেখেছে তাঁরা। আমাদের ভাল খেলেই তাঁদের হারাতে হবে, যা সহজ হবে না।'



promotional_ad

অবশ্য উইন্ডিজকে ভারতের সমীহ করার কারণও আছে। এখন পর্যন্ত টি-টুয়েন্টিতে মাত্র দুটি ম্যাচে উইন্ডিজকে হারিয়েছে ভারত, হেরেছে পাঁচটি ম্যাচে। আর একারণে ভারতও যেমন সমীহ করছে, উইন্ডিজও তেমন আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছে।


অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট এই প্রসঙ্গে জানান, 'এই তিন ম্যাচ শেষে আমরা যদি ৫-২ থেকে ৮-২ তে যেতে পারি, তাহলে খুব বেশি ভাল হবে। তবে আসরে ফেভারিট অবশ্যই ভারত।'


ম্যাচটিতে উইন্ডিজের একাদশে রাসেল এবং পোলার্ড না খেলায় সুযোগ পাচ্ছেন তরুণ ক্রিকেটাররা। আর ভারতীয় একাদশে দীর্ঘদিন পরে নিয়মিত অধিনায়ক ভিরাট কোহলি এবং সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে একসাথে দেখা যাবেনা। 


শেষবার ভারতীয় একাদশে দুজন একসঙ্গে অনুপস্থিত ছিলেন চলতি বছরের মার্চে নিদাহাস ট্রফিতে। প্রায় সাত মাস পরে দুজনের অনুপস্থিতিতে খেলতে নামছে ভারত। 


সম্ভাব্য একাদশঃ-



ভারতঃ- রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, মানিস পাণ্ডে, রিশভ পান্ত (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, ক্রুনাল পান্ডিয়া, কুলদিপ যাদব/ যুবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, খলিল আহমেদ।


উইন্ডিজঃ- রভম্যান পাওয়েল, ড্যারেন ব্রাভো, শিমরণ হেটমায়ার, শারফানে রাদারফোর্ড, কাইরন পোলার্ড, কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), দিনেশ রামদিন (উইকেটরক্ষক), ফাবিয়ান অ্যালেন, খারি পিরে, ওশানে থমাস, ওবেদ ম্যাকয়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball