সেঞ্চুরি মিসের দুঃখ উইলিয়ামসের

ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আন্তর্জাতিক ক্রিকেটে বেশীরভাগ সময়ে ফিফটি হাঁকানোর পরেই আউট হতে দেখা যায় জিম্বাবুয়ে ব্যাটসম্যান শন উইলিয়ামসকে। বিশেষ করে ওয়ানডেতে ২৯ টি ফিফটির পাশাপাশি মাত্র দুইটি সেঞ্চুরি তাঁর!
অর্থাৎ, কনভারশন রেটে দারুণ পিছিয়ে জিম্বাবুয়ের এই ব্যাটসম্যান। টাইগারদের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম দিনেও আউট হয়েছেন ৮৮ রান করে। দিনশেষে সাংবাদিক সম্মেলনে এসে আফসোস করলেন তিনি।
'আমি মূলত ৬০-৭০ রানের মধ্যে আউট হয়ে যাই। এটি আসলেই অনেক বাজে একটি অনুভূতি। আপনি দেখে থাকবেন বিশ্বে অনেক ক্রিকেটারই সেঞ্চুরি করছে। কোহলির ব্যাপারটিই দেখুন, সে সেঞ্চুরি করছে অনেকটা মজা করার মতোই।'

তবে নিয়মিতই উইলিয়ামস প্রস্তুতি নেন আরও বেশি রান করে সেঞ্চুরি হাঁকানোর জন্য। কিন্তু ঠিক কোন কারণে সেঞ্চুরি বঞ্চিত হন তিনি, সেটা তাঁর নিজেরও অজানা।
'আমিও এর অংশ হতে চেয়েছিলাম এবং দলের জন্য অবদান রাখতে চেয়েছিলাম। এখানে পরিপক্বতা অনেক বড় একটি বিষয়, কিন্তু আমি যেভাবে প্রস্তুতি নিয়েছি তাতে আগের থেকে পরিবর্তন এসেছে। আমি এমনভাবে প্রস্তুতি নিয়েছি যেন সেঞ্চুরি করা যায়।
'এটি এমন না যে সেখানে (মাঠে) গেলাম এবং আমার প্রতিভা সব জলাঞ্জলি দিয়ে ফেরত আসলাম, না এটি মূলত শুরু হয়েছে হোটেল কিংবা বাসা থেকেই। এটি আমার জন্য পরিবর্তন নিয়ে এসেছে এবং আশা করি সামনে আরও রান অপেক্ষা করছে।'
টেস্ট সিরিজ শুরুর আগে ওয়ানডে সিরিজের তিন ম্যাচে উইলিয়ামসের ব্যাট থেকে এসেছিল ২২৬ রান। ওয়ানডে সিরিজের পরে টেস্ট সিরিজেও দারুণ সময় কাটাচ্ছেন তিনি। বাংলাদেশ সফর নিয়ে জানান,
'এখন পর্যন্ত এই সফর দারুণ কেটেছে আমার। আমি আমার ফর্মের সদ্ব্যবহার করতে চাই। স্পিন খেলতে আমার ভাল লাগে। এটা আমার শক্তির অংশ। আজ আমার মনঃসংযোগের ঘাটতি হয়েছে, তাই তিন অঙ্কে যেতে পারিনি। দ্বিতীয় ইনিংসে আমার আরও পরিশ্রমী হতে হবে।'