টি-টুয়েন্টি সিরিজে রাসেলকে পাচ্ছেন না ওয়েস্ট ইন্ডিজ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে যোগ দিচ্ছেন না ক্যারিবিয়ান অলরাউন্ডার অ্যান্ড্রু রাসেল। ইনজুরির টি-টুয়েন্টি সিরিজে দেখা যাবে না রাসেলকে, বিষয়টি নিশ্চিত করেছেন ওয়েস্ট ইন্ডিজ দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান কোর্টনি ব্রাউন।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের পর কিছু দিন পূর্বে আফগানিস্তান প্রিমিয়ার লিগে অংশ নিতে গিয়েছিলেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার। নাঙ্গারহাট লিওপার্ডের হয়ে ৯ অক্টোবর মাঠে নেমেছিলেন তিনি।

এর একদিন পারেই তাঁকে সহ ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি স্কোয়াড ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু এর তিনদিন পর ১২ই অক্টোবর নিজের ইন্সটাগ্রামের পাতায় রাসেল জানিয়েছেন, তিনি আফগানিস্তান লিগ থেকে ফিরে যাচ্ছেন।
কারণ সেখানে হঠাৎই তাঁর হাঁটুর ইনজুরি দেখা দিয়েছে। সেই ইনজুরিতে এখনও নিজ দেশে চিকিৎসাধীন আছেন তিনি। তাই ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে খেলবেন না এই ক্রিকেটার।
এর আগে ব্যক্তিগত কারণে ওয়েস্ট ইন্ডিজ দল থেকে সরে গিয়েছেন দুই ওপেনার ক্রিস গেইল এবং ইভেন লুইস। এবার আগামী কাল (৪ নভেম্বর) থেকে শুরু হওয়া টি-টুয়েন্টি সিরিজে রাসেলকে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ।
স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও স্কোয়াডে জায়গা হয়নি রাসেলের। মূলত ইনজুরির কারণে সকল প্রকার ওয়ানডে ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।
৪ নভেম্বর প্রথম ম্যাচের পর ৬ নভেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচটি খেলবে ক্যারিবিয়ানরা। এরপর ১১ নভেম্বর সিরিজের শেষ টি-টুয়েন্টি ম্যাচে লড়াইয়ে নামবে দল দুটি।