এখানে পরিকল্পনার বাইরে বল করা যাবে নাঃ রাহী

ছবি: ছবি - বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সিলেট টেস্টের প্রথম দিনে ছড়ি ঘুরিয়েছেন স্পিনাররা। মূলত পরিকল্পিত বোলিংয়ে জিম্বাবুয়ের ইনিংসের অর্ধেক শেষ করে দিয়েছেন তাইজুল-অপুরা। এমন উইকেটে পরিকল্পনার বাইরে বল করা যাবে না বলেই মনে করেন টাইগার পেসার আবু জায়েদ রাহী।
"উইকেট বেশ ফ্ল্যাট। এখানে পরিকল্পনার বাইরে বল করা যাবে না।"

চলতি বছরই লঙ্কানদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এটা ছিল আবু জায়েদ রাহী ও সিলেটে বাংলাদেশ জাতীয় দলের প্রথম ম্যাচ। এবার সাদা পোষাকের ক্রিকেটে সিলেটের অভিষেক হয়েছে।
এই ম্যাচে খেলছেন সিলেটের এই 'লোকাল বয়'। উইকেটের দেখাও পেয়েছেন। ঘরের মাঠের মাইলফলকের অংশ হতে পেরে দারুণ আনন্দিত এই পেসার। সিলেট টেস্টের আরও চারদিন বাকি। বল হাতে আরও ভালো করার চেষ্টায় থাকবেন এই পেসার।
"অবশ্যই ভাল লাগছে। প্রথম টি-টোয়েন্টি সিলেটে আমার অভিষেক, মাঠেরও অভিষেক ছিল। টেস্টেও হলো। আমি আনন্দিত হয়েছি। উইকেটেও পেয়েও আরো আনন্দিত। নাম লেখা থাকবে যে উইকেট পেয়েছি। চেষ্টা করব আরও ভাল করতে।"
পুরনো বলে বোলিং করার দারুণ অভিজ্ঞতা আছে রাহীর। এই উইকেট থেকে সুবিধা আদায় করে নিয়ে উইকেট তুলে নেয়াই তার মূল লক্ষ্য ছিল। তাছাড়া, দলের স্পিনারাও দুর্দান্ত বোলিং করেছে। এই পারফর্মেন্সে তিনি দারুণ খুশি।
"যেহেতু আমি পুরান বলে বল করতে পারি। তাই আমার মূল কাজ ছিল উইকেট নেয়া। তাছাড়া, স্পিনাররা ভালো বোলিং করেছে।"