promotional_ad

উইলিয়ামসকে শতক বঞ্চিত করলেন মাহমুদুল্লাহ

শন উইলিয়ামস, সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জিম্বাবুয়ের স্কোরঃ ২০১/৫, ৭৬.৩ ওভার 


মুর- ২২*, চাকাবভা- ০*


বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট দিয়ে দেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ করেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ঐতিহাসিক ম্যাচটিতে টসে জিতে এদিন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। তবে ব্যাটিংয়ে নেমে ২০১ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসেছে তাঁরা। 


উইলিয়ামসকে শতক বঞ্চিত করলেন রিয়াদঃ 


১২৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা জিম্বাবুয়েকে টেনে তোলার দায়িত্ব নিয়েছিলেন অভিজ্ঞ ব্যাটসম্যান শন উইলিয়ামস। দারুণ ব্যাটিং করে শতকের পথেও এগিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু ৭৭তম ওভারের তৃতীয় বলে তাঁকে মেহেদি হাসান মিরাজের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ফলে শতক বঞ্চিত হয়েই ফিরতে হল উইলিয়ামসকে। 


রিভিউতে বাঁচলেন মুরঃ


মুরকে লেগ বিফরের ফাঁদে ফেলে নিজের দ্বিতীয় উইকেট তুলে নিয়েছিলেন রাহি। কিন্তু রিভিউ নিয়ে সেখান থেকে বেঁচে যান এই ব্যাটসম্যান। দেখা যায় অফ স্ট্যাম্পের বাইরে গিয়ে বলটি আঘাত করেছিল। 


মুর-উইলিয়ামসের জুটিঃ



promotional_ad

রাজাকে সাজঘরে ফেরানর পর আর কোন আঘাত হানতে পারে নি বাংলাদেশ। উইকেট থিতু হয়ে খেলে ফিফটি তুলে নিয়েছেন শন উইলিয়ামস। তাঁকে সঙ্গ দেয়া পিটার মুর অপরাজিত আছেন ৫ রান নিয়ে।  


অপুর অভিষেক উইকেটঃ


অভিষেক টেস্ট খেলতে নামা নাজমুল ইসলাম অপু তাঁর চতুর্থ ওভারেই ক্যারিয়ারের প্রথম টেস্ট উইকেটের দেখা পেয়েছেন। দুর্দান্ত এক ডিলেভারিতে সিকান্দার রাজাকে বোল্ড আউট করে সাজঘরে ফেরত পাঠান তিনি।  


লাঞ্চের পরই রাহির আঘাতঃ


লাঞ্চের পর বল করতে নেমেই আঘাত হানেন পেসার আবু জায়েদ রাহি। উইকেটে থিতু হয়ে খেলতে থাকা হ্যামিল্টন মাসাকাদজাকে লেগ বিফরের ফাঁদে ফেলেন ঘরের ছেলে আবু জায়েদ রাহি। ৫২ রান করে বিদায় নেন জিম্বাবুয়ের দলপতি। 


মাসাজাদকার ফিফটিঃ


দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। দেখে শুনে খেলে তুলে নিয়েছেন ফিফটি। তাঁর ফিফটির উপর ভর করেই লাঞ্চে গিয়েছে সফরকারীরা। অপরপ্রান্তে উইলিয়ামস অপরাজিত আছেন ১৩ রানে। 


তাইজুলের দ্বিতীয়ঃ


চারির বিদায়ের পড় ক্রিজে নেমেছিলেন ব্রেন্ডন টেইলর। কিন্তু তাঁকে উইকেটে বেশীক্ষণ টিকতে দেন নি তাইজুল। শর্ট লেগে নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত এক ক্যাচে মাত্র ৬ রানে ফেরেন তিনি। টেইলরের বিদায়ে ক্রিজে নেমেছেন শন উইলিয়ামস। 



তাইজুলের আঘাতঃ


রিভিউতে বেঁচে গেলেও সেটাকে বেশীক্ষণ ধরে রাখতে পারেন নি ব্রায়ান চারি। শুরুটা দেখে শুনেই করেছিলেন দুই ওপেনার। কিন্তু দলীয় ৩৫ রানে তাইজুল ইসলামের বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন ওপেনার চারি। 


ব্যর্থ রিভিউঃ


ইনিংসের তৃতীয় ওভারে পেসার আবু জায়েদ রাহি ব্রায়ান চারির বিপক্ষে লেগ বিফরের আবেদন করেন। আম্পায়ার ব্যাটসম্যানের পক্ষ নিলে রিভিউ নেয় বাংলাদেশ। পরবর্তীতে দেখা যায় বলটি ব্যাটের কোনায় লেগে পায়ে আঘাত করেছে। ফলে রিভিউটি নষ্ট হয় বাংলাদেশের। 


বাংলাদেশ একাদশ- 


লিটন কুমার দাস, ইমরুল কায়েস, মমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ চৌধুরী রাহি। 


জিম্বাবুয়ে একাদশ-


হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চারি, ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেইলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেগিস চাকাবভা (উইকেটরক্ষক), ব্র্যান্ডন মাভুটা, ওয়েলিংটন মাসাকাদজা, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball