promotional_ad

ধোনির বিকল্প নেই- নেহরা

মহেন্দ্রা সিং ধোনি, সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফর্মের কারণে টি টুয়েন্টি সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়তে হয়েছে অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্রা সিং ধোনিকে। আর তাঁর পরিবর্তে নির্বাচকদের পছন্দ ২১ বছর বয়সী রিশাভ পান্টকে।  


গত কয়েক মাস ধরে ফর্মহীনতায় ভুগলেও ভারতের অভিজ্ঞ পেস তারকা আশিষ নেহরা বিশ্বাস করেন এখনও দেশকে অনেক কিছু দেয়ার সামর্থ্য রয়েছে ৩৭ বছর বয়সী ধোনির। এই প্রসঙ্গে নেহরা বলেছেন,   



promotional_ad

'হ্যা এখানে রিশাভ পান্ট আছে, দীনেশ কার্ত্তিক আছে, যে কিনা তুলনামূলকভাবে ভাল করছে, কিন্তু এমএস ধোনি হল এমএস ধোনিই। কেউই তাঁর ধারেকাছে ঘেঁষতে পারবে না, শুধুমাত্র একজন ক্রিকেটার হিসেবে নয়, তিনি যে দ্যুতি ছড়াতে পারেন পুরো দলে এটি সবাইকেই সাহায্য করে।'


এশিয়া কাপ এবং উইন্ডিজ সিরিজে নিজেকে মেলে ধরতে না পারলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী সিরিজে ঘুরে দাঁড়াতে পারবেন ধোনি বলে বিশ্বাস করেন নেহরা। আর এই কারণে ধোনিকে নিয়ে মাথা ঘামাতেও মানা করেছেন তিনি। ভারতীয় এই পেসার বলেছেন,


'এমএস ধোনি জানেন তিনি কি করছেন। যদিও তিনি এশিয়া কাপ এবং এই সিরিজে (উইন্ডিজ) খুব ভাল করেননি এরপরেও তাঁর হাতে দুই মাস সময় আছে। আমি নিশ্চিত যে তিনি অস্ট্রেলিয়ায় ভাল করবেন। সুতরাং আমাদের এমএস ধোনি সম্পর্কে দুশ্চিন্তা করা উচিৎ নয়।' 



উল্লেখ্য নিজের খেলা গত ১৮টি ওয়ানডেতে মাত্র ২৫.২০ গড়ে ২৫২ রান সংগ্রহ করেছেন মহেন্দ্র সিং ধোনি। এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মত ৪০ এর নিচে ব্যাটিং গড় নিয়ে বছর শেষ করতে যাচ্ছেন ধোনি। 


সুত্র- স্টেটসম্যান



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball