promotional_ad

অবসরের ঘোষণা দিলেন রাজিন সালেহ

রাজিন সালেহ, সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশের সাবেক অধিনায়ক রাজিন সালেহ শনিবার সবধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের প্রথম টেস্টের আগে এই ঘোষণা দেন তিনি। 


সবকিছু ঠিক থাকলে চলমান জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) আসরের পঞ্চম রাউন্ডে সিলেট বিভাগের হয়ে শেষবারের মত মাঠে নামবেন রাজিন। ২০০৩ সাল থেলে ২০০৮ পর্যন্ত মোট ২৪টি টেস্ট এবং ৪৩টি ওয়ানডে খেলা রাজিন অবসর প্রসঙ্গে বলেছেন,  



promotional_ad

'আমি আমার সর্বশক্তিমানকে ধন্যবাদ জানাতে চাই তাঁর আশীর্বাদের জন্য। আমি ২২ বছর ক্রিকেট খেলতে পারতাম। আপনারা সবাই জানেন যে আমরা বাংলাদেশের হয়ে ছয় বছর খেলেছি। আমি আমার সর্বশেষ ম্যাচ খেলব এনসিএলে আগামী ৫ই নভেম্বর এবং এরপর আমি অবসর নিব।'


সাবেক এই টাইগার ক্রিকেটার তাঁর পাশে থাকার জন্য গণমাধ্যম সহ শুভাকাঙ্ক্ষীদেরকেও ধন্যবাদ জানিয়েছেন। রাজিন সালেহ বলেন,


'আমি গণমাধ্যমকে ধন্যবাদ জানাতে চাই, যাদের জন্য আমি রাজিন সালেহ হতে পেরেছি......আপনারা আমাকে রাজিন সালেহ বানিয়েছেন এবং আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ। আমার পরিবারও আমার পাশে ছিল সবসময়। আমি আপনাদের সকলের দোয়াপ্রার্থী।'  



উল্লেখ্য বাংলাদেশের হয়ে ২৪টি টেস্টে ২৫.৯৩ গড়ে ১১৪১ রান সংগ্রহ করেছেন রাজিন সালেহ। যেখানে তাঁর রয়েছে ৭টি অর্ধশতক। আর ওয়ানডে ফরম্যাটে ৪৩টি ম্যাচ খেলে ২৩.৯২ গড়ে ১০০৫ রান সংগ্রহ করেছেন তিনি। রয়েছে ১টি শতক এবং ৬টি অর্ধশতক।


চলমান এনসিএলে এখন পর্যন্ত ৫টি ম্যাচে ৩৮.৪০ গড়ে ১৯২ রান সংগ্রহ করেছেন রাজিন। এর মাঝে ২টি অর্ধশতকও হাঁকিয়েছেন তিনি।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball