অভিষিক্ত দুই ক্রিকেটারের আদ্যোপান্ত

ছবি: আরিফুল ও অপু

|| ডেস্ক রিপোর্ট ||
সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে আজ বাংলাদেশ দলে অভিষেক হচ্ছে স্পিনার নাজমুল ইসলাম অপু এবং অলরাউন্ডার আরিফুল হকের। মূলত ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্মেন্সের সুবাদেই এই পুরষ্কার পেলেন তাঁরা।
বর্তমানে ব্যাট হাতে বেশ ভালোই ফর্মে আছেন আরিফুল। চলতি জাতীয় লীগের প্রথম রাউন্ডেই ব্যাট হাতে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রংপুরের হয়ে খেলা এই ক্রিকেটার।
এখন পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর সংগ্রহ ৭৬ ম্যাচে ৩৩.৭১ গড়ে ৩৪০৫ রান। যেখানে রয়েছে ৮ টি শতক এবং ১৬টি অর্ধশতক। এছাড়াও লিস্ট 'এ' ক্রিকেটে মোট ৮৫টি ম্যাচে ১৬৫৪ রান সংগ্রহ করেছেন তিনি।

অবশ্য শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও যথেষ্ট কার্যকর ২৫ বছর বয়সী আরিফুল। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৭৬ ম্যাচে ১০০ উইকেট তো আছেই, পাশাপাশি লিস্ট 'এ' ক্রিকেটে তাঁর শিকার ৫৪টি উইকেট।
আরেক অভিষিক্ত ক্রিকেটার নাজমুল অপুও বর্তমানে দারুণ ফর্মে আছেন। সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৪ উইকেট শিকার করেছেন তিনি।
এখন পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেটে এই বাঁহাতি স্পিনারের শিকার ৫৪ ম্যাচে ১৪৪ টি উইকেট। যেখানে তাঁর ইকোনমি রেট মাত্র ২.৮৩।অপরদিকে লিস্ট 'এ' ক্রিকেটে ৭৩টি ম্যাচ খেলে ৯১ উইকেট শিকার করেছেন অপু। এখানেও যথেষ্ট মিতব্যায়ী তিনি। মাত্র ৪.৪৪ রেটে বোলিং করেছেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট একাদশ-
লিটন কুমার দাস, ইমরুল কায়েস, মমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ চৌধুরী রাহি।