দর্শকই চায় স্লেজিং হোকঃ স্টেইন

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্লেজিং ছাড়া অস্ট্রেলিয়া- দক্ষিণ আফ্রিকার খেলার কল্পনাই করা যায়না, বলে মনে করছেন প্রোটিয়া পেসার ডেল স্টেইন। এমনকি দর্শকরাও মুখিয়ে থাকে এমন আগ্রাসী ভঙ্গিমার ক্রিকেটের জন্য, বলেছেন তিনি।
'আমাদের এখন দেখতে হবে তাঁরা (অস্ট্রেলিয়া) কি চায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে আপনি যখনই খেলবেন তখনই আপনার মাথায় আসবে সেই পুরানো ঐতিহ্য (স্লেজিং বিষয়ক), যা এখন ভাঙা দুষ্কর।

'তাঁরা আপনার দিকে ধেয়ে আসবে আক্রমণাত্মক ভঙ্গিমায়। দর্শকরাও এই ধরণের খেলা দেখতে চায়। তবে আপনাকে কিন্তু নিয়ম মাথায় রেখেই খেলতে হবে।'
একইসঙ্গে মাঠের লড়াইয়ে জয় নিয়ে ফেরার ব্যাপারেই আশাবাদী এই প্রোটিয়া পেসার। গণমাধ্যমকে আরও জানান,
'আমরা এখানে হারতে আসিনি। দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া যখনই খেলে খেলাটা অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতা পূর্ন হয়। দুই দলই জয়ের জন্য সবকিছু করে। রবিবার দিন এর ব্যতিক্রম ঘটবে আমার মনে হয়না।'
৪ই নভেম্বর শুরু হবে অস্ট্রেলিয়া- দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। এরপরে ৯ এবং ১১ই নভেম্বর আরও দুইটি ওয়ানডে খেলবে দুই দল। সিরিজের একমাত্র টি-টুয়েন্টি ম্যাচটি ১৭ই নভেম্বর।