শাস্তি দীর্ঘায়িত হল শেহজাদের

ছবি: আহমেদ শেহজাদ

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানী ব্যাটসম্যান আহমেদ শেহজাদ কদিন আগেই ৪ মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। এবার তার শাস্তির মেয়াদ আরও ৬ সপ্তাহ বাড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
মূলত শাস্তির ধারা লঙ্ঘনের জন্যই শেহজাদের শাস্তির মেয়াদ বেড়েছে। সব ঠিক থাকলে আগামী ১০ নভেম্বর শেষ হয়ে যেত শেহজাদের শাস্তির মেয়াদ। তবে এখন তা বেড়ে ২২ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

শাস্তির মেয়াদ বাড়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজে খেলা হচ্ছে না তার। তাকে বাদ দিয়েই শুক্রবার কিউইদের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পিসিবি।
গত জুলাইয়ে ডোপ টেস্টে পজেটিভ প্রমাণিত হওয়ায় তাকে সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করে পিসিবি। শেহজাদ সেই নিষেধাজ্ঞা অমান্য করে ঘরোয়া ক্রিকেটে একটি প্রীতি ম্যাচে মাঠে নেমেছিলেন।
একারণে শেহজাদের শাস্তির মেয়ার বেড়েছে। শেহজাদ পাকিস্তানের হয়ে ১৩ টি টেস্ট, ৮১ টি ওয়ানডে ও ৫৭ টি টি-টুয়েন্টি ম্যাচে খেলেছেন। তিন ফরম্যাটের ক্রিকেটেই এই পাকিস্তানী প্রতিভার সাক্ষর দিয়েছেন।
শেহজাদ তার প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেছেন, এটা আইন লঙ্ঘন হবে জানলে কোনদিনই তিনি এই ম্যাচ খেলতে মাঠে নামতেন না।