এক বছর পর ও???ানডে দলে ইমাদ ওয়াসিম

পাকিস্তান দল
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫ সদস্যের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। দীর্ঘ দিন পর ঘোষিত এই ওয়ানডে স্কোয়াডে জায়গা পেয়েছেন পাকিস্তান দলের দুই অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ এবং ইমাদ ওয়াসিম।


এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে দুইজনকে রাখা হলেও চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি তাঁদের। মূলত ফিটনেস টেস্টে উর্ত্তীন্ন না হওয়ার কারণেই এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন ইমাদ।


promotional_ad

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচ দিয়ে আবার দলে ফিরেছিলেন ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার। দলে এসেই নিয়েছেন তিন উইকেট এবং পেয়েছেন ম্যাচ সেরার পুরষ্কারও। এবার জায়গা পেয়েছেন ওয়ানডে স্কোয়াডেও।


এক বছর পর পাকিস্তানের হয়ে ওয়ানডে খেলার সুযোগ এসেছে ইমাদের সামনে। এদিকে নতুন ব্যাটসম্যানকে সুযোগ দিতে এশিয়া কাপের স্কোয়াডে রাখা হয়নি হাফিজকে। তাঁর পরিবর্তে দলে জায়গা পেয়েছিলেন শান মাসুদ। কিন্তু খেলার সুযোগ হয়নি ২৯ বছর বয়সী এই ক্রিকেটারদের।


কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে দুর্দান্ত ছিলেন হাফিজ। প্রতি ম্যাচেই ৩০ এর উপর রান করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। বল হাতেও উইকেট নিয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজেও আছেন পাকিস্তানি অভিজ্ঞ এই ক্রিকেটার।


সীমিত ওভারের ক্রিকেটে তাঁর বর্তমান পারফর্মেন্স দেখে কিউইদের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডেও রাখা হয়েছেন ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডারকে।


ওয়ানডে স্কোয়াডঃ ফখর জামান, মোহাম্মদ হাফিজ, ইমাম উল হক, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলী, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক), সাদাব খান, ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ, হাসান আলী, জুনায়েদ খান, শাহিন আফ্রিদি, ওসমান খান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball