জিম্বাবুয়ে বোলারদের নিয়ে ভাবছে না বাংলাদেশ

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জিম্বাবুয়ে দলের কোন বোলারকে নিয়ে বিশেষ ভাবনা নেই বাংলাদেশ দলের। নিজ দলের ব্যাটসম্যানদের উপরেই পুরোপুরি ভরসা করছেন ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
'আলাদা করে কোন বোলারকে নিয়ে আমি চিন্তা করছি না। আমাদের ব্যাটসম্যানরা যথেষ্ট সক্ষম। তাঁরা ভাল বোলারকে সামলানোর সামর্থ্য থাকে।'
বাংলাদেশের বিপক্ষে অন্যান্য জিম্বাবুইয়ানের থেকে সবচেয়ে ভাল বোলিং রেকর্ড জিম্বাবুয়ে পেসার কাইল জারভিসের। এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে তিনটি টেস্ট খেলেছেন জারভিস।

৩০.৫৭ গড়ে নিয়েছেন ১৪ টি উইকেট। শুধু টেস্ট পারফর্মেন্স নয়, ওয়ানডেতে কিছুটা উজ্জ্বল জারভিসের পারফর্মেন্স। ১৩ ওয়ানডে ম্যাচ খেলে ৫.৪৪ ইকোনমি রেটে নিয়েছেন ১৯ টি উইকেট।
এর মধ্যে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে নিয়েছেন তিন ম্যাচে পাঁচটি উইকেট। তাঁকে নিয়েও আলাদা কোন পরিকল্পনা নেই বাংলাদেশ শিবিরে। সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে গণমাধ্যমের সামনে মাহমুদুল্লাহ রিয়াদ আরও জানান,
'জারভিস সম্প্রতি ভাল পারফর্ম করছে। তবে আমাদের পরিকল্পনা কিছুটা ভিন্ন। যখন মাঠে যাব, দেখব, তখন অবস্থা অনুযায়ী খেলার চেষ্টা করব।'
জিম্বাবুয়ের বর্তমান বোলিং লাইনআপের সিনিয়র সদস্য জারভিস। সক্ষমতা আছে গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু এনে দেওয়ার। কিন্তু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ফ্ল্যাট উইকেটে জারভিস কেমন করেন এটাও দেখার বিষয়।
জিম্বাবুয়ে দলের বোলিং লাইনআপকে টাইগারদের গুরুত্ব না দেওয়ার অবশ্য বিশেষ একটি কারণও আছে। জারভিসের মতোই বাংলাদেশের বিপক্ষে তিনটি টেস্ট খেলেছেন ক্রিস এমপফু।
নিয়েছেন দশটি উইকেট। এছাড়া তেণ্ডাই চাতারা এবং জন নিম্বু খেলেছেন যথাক্রমে দুইটি এবং একটি করে টেস্ট। ডোনাল্ড তিরিপানো এখনও খেলার সুযোগ পাননি বাংলাদেশের বিপক্ষে। এছাড়া ওয়েলিংটন মাসাকাদজা এবং জন নিম্বু এখনও টেস্ট অভিষেকের অপেক্ষায় আছেন।