promotional_ad

এগিয়ে থেকে সিলেট টেস্টে নামবে জিম্বাবুয়ে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টেস্ট ইতিহাস মোটামুটি ভালই বলা যায়। কারণ গত ১৪ বছরের মুখোমুখি দেখায় বাংলাদেশের তুলনায় জয়ের পাল্লা ভারি জিম্বাবুয়াইনদের।


২০০১ থেকে ২০১৪ এই চৌদ্দ বছরে মাত্র ১৪টি টেস্ট ম্যাচ খেলেছিল দুই দল। যেখানে বাংলাদেশ জয়ের মুখ দেখেছিল মাত্র পাঁচটি ম্যাচে। কিন্তু বিপরীত চিত্র জিম্বাবুয়ে দলের।


তাঁরা বাংলাদেশের বিপক্ষে জিতেছে ছয়টি ম্যাচ। শতকরা হিসেবে বাংলাদেশের জয়ের হার ৩৫.৭১ শতাংশ এবং জিম্বাবুয়ের জয়ের হার ৪২.৮৫ শতাংশ। আবার দুই দলের টেস্ট লড়াইয়ে শেষ ১৪ ম্যাচের তিনটি খেলা ড্রয়ের মুখ দেখেছিল। 


promotional_ad

দুই দলের টেস্ট লড়াইয়ের প্রথম বছর অর্থাৎ ২০০১ সালে চারটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়। যেখানে তিনটি ম্যাচেই জয়ের স্বাদ পেয়েছিল জিম্বাবুয়ে। আর বাকি একটি ম্যাচ হয়েছিল ড্র।


এরপর তিন বছর পর ২০০৪ সালে আবার দেখা হয় দুই দলের। ঘরের মাঠে সেই দেখায় বাংলাদেশের বিপক্ষে দুইটি ম্যাচ খেলে জিম্বাবুয়ে। যেখানে একটি ম্যাচ জয়ী হয় তাঁরা এবং আরেকটি দেখে ড্রয়ের মুখ।


পরের বছর সফরকারী দল হিসেবে দুইটি টেস্ট খেলেছিল জিম্বাবুয়ে। সেই দেখায় প্রথমবারের মতো জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ জয়ের স্বাদ পায় স্বাগতিক বাংলাদেশ। 


সেই জয়ের পর সাতটি টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে লড়েছিল টাইগাররা। যার মাঝে শেষ চারটি ম্যাচই জয়ী হয় বাংলাদেশ। একটি ম্যাচ ড্র এবং বাকি দুটিতে জয়ের দেখা পায় জিম্বাবুয়ে।


বলা যায়, শেষের দিকে জিম্বাবুয়াইনদের বিপক্ষে জয়ের দুয়ার খুলে যায় বাংলাদেশ দলের। দীর্ঘ চার বছর পর আবার টেস্ট ক্রিকেটে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট ক্রিকেটের লড়াইয়ে নামবে দল দুটি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball