promotional_ad

বেশী বেশী টেস্ট খেলতে চায় জিম্বাবুয়ে

ছবি-সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


সাদা পোশাকে বেশী ম্যাচ খেলার সুযোগ হয়না জিম্বাবুয়ে দলের। বিগত কয়েক বছর ধরে ক্রিকেটের এই ফরম্যাট থেকে দূরেই থাকতে হয় তাঁদের। তাই তো জিম্বাবুয়ের দলপতি হ্যামিল্টন মাসাকাদজা জানিয়েছেন, তাঁর দল আরও বেশী টেস্ট খেলতে চায়।


যেহেতু টেস্ট বেশী খেলা হয় না তাই যখনি সুযোগ পাওয়া যায় তখনি তাঁর দলের ছেলেরা প্রস্তুত থাকে নিজেদের সেরাটা দিতে। এজন্য তাঁদের অনুপ্রেরণা দেয়াটাও সহজ বলে জানিয়েছেন এই দলপতি। অল্প সুযোগ পেয়েও সেটাকে লুফে নেয়ার লক্ষ্য নিয়েই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে তাঁর দল।  


promotional_ad

প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টের আগে বড় বিরতি রয়েছে। তাই এসব কিছু থেকেই অনুপ্রেরণা খুঁজে নিয়ে মাঠে নামতে চাইছেন মাসাকাদজা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেন,


'আমরা অনেক বেশি টেস্ট খেলতে ইচ্ছুক। কিন্তু আমরা সেটি পারি না, সেই কারণে ছেলেদের উৎসাহ প্রদান করা সহজ। তাদেরকে শুধুমাত্র মাঠে গিয়ে নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলার কথা বলা সহজ। আমরা এই সুযোগগুলো খুব বেশি পাই না।


সুতরাং আমাদের এই সুযোগটি লুফে নিতেই হবে এবং মাঠে গিয়ে নিজেদের সেরাটা খেলতে হবে। আমাদের পরবর্তী টেস্ট সিরিজের আগে দীর্ঘ একটি বিরতি রয়েছে। তাই এখন আমাদের যতটা সম্ভব নিজেদের প্রেরণার জন্য সুযোগটি কাজে লাগাতে হবে।'


এদিকে তরুণ এবং অভিজ্ঞদের নিয়েই দল সাজিয়েছে জিম্বাবুয়ে। মাসাকাদজার বিশ্বাস সবাই মিলেমিশে কাজ করলে ভাল ফলাফল পাবে তাঁর দল। জিমাবুয়ের দলপতি আরও জানান,


'আমাদের দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে এবং তাঁরা তরুণ ক্রিকেটারদের সাথে কাজ করবে এবং একই সাথে তাঁদেরকে সাহায্য করবে''।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball