পূর্ণ স্বাধীনতা দেয়ার পক্ষে 'অধিনায়ক' রিয়াদ

ছবি: মাহমুদুল্লাহ রিয়াদ, ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সাকিব আল হাসানের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করবেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর অধিনায়ক হিসেবে দলের সকল ক্রিকেটারকেই পূর্ণ স্বাধীনতা দিবেন তিনি বলে জানিয়েছেন সংবাদ সম্মেলনে।
রিয়াদের বিশ্বাস একজন ক্রিকেটারের পূর্ণ স্বাধীনতা দিলেই তাঁর কাছ থেকে সেরা পারফর্মেন্স বের করে আনা সম্ভব। এই কারণেই মূলত কাউকে চাপ দেয়ার পক্ষে নন তিনি। এই প্রসঙ্গে মাহমুদুল্লাহ বলেছেন,

'আমি সবসময় প্লেয়ারদের স্বাধীনতা দেয়ার পক্ষে। এটা খুবই গুরুত্বপূর্ণ। স্বাধীনতা দিলেই যে যার জায়গা থেকে পারফর্ম করার সুযোগটা বেশি থাকে। অনেক সময় অধিনায়কত্বটা গাট ফিলিংয়ের উপর নির্ভর করে। কিন্তু অনেক সময় গাট ফিলিংও কাজে নাও লাগতে পারে। আবার পরিস্থিতি অনুযায়ী অধিনায়কত্ব করার ব্যাপারও রয়েছে।'
এখন পর্যন্ত টেস্টে প্রতিবারই ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করতে হয়েছে মাহমুদুল্লাহকে। সিনিয়র ক্রিকেটার হয়েও নিয়মিতভাবে অধিনায়কত্বের দায়িত্ব না পাওয়াটা হতাশের কিনা এমন প্রশ্নের জবাবে রিয়াদ জানিয়েছেন এসব কিছু নিয়ে ভাবার পক্ষে নন তিনি। বরঞ্চ ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবেও অনেক কিছু প্রমাণের আছে তাঁর। বলেছেন,
'এখানে আসলে আনলাকি বা লাকির বিষয় না। দায়িত্বটা এসেছে আমি আমার দায়িত্ব নিয়েই চিন্তা করছি। দায়িত্বটা ভালোভাবে পালন করাই মূল লক্ষ্য। আমার মনে হয় আমার অনেক কিছুই প্রমাণ করার আছে, বিশেষ করে টেস্ট ক্রিকেটে। আমার মনে হয় আমার উন্নতির অনেক জায়গা আছে। আমার জন্য এটা ভাল সুযোগ। নিজের সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করব।'
উল্লেখ্য শনিবার (৩রা নভেম্বর) দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।