শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় সৌম্য, নাইমরা

ছবি: এনসিএলের শীর্ষ রান সংগ্রাহক

|| ডেস্ক রিপোর্ট ||
বৃহস্পতিবার শেষ হয়েছে চলমান জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) পঞ্চম রাউন্ড। আর এই রাউন্ড শেষে সেরা পাঁচ রান সংগ্রাহকের তালিকায় জায়গা করে নিয়েছেন নাইম ইসলাম এবং সৌম্য সরকার।
রংপুরের বিভাগের হয়ে এখন পর্যন্ত মোট ৮টি ইনিংসে ৬১.৪২ গড়ে ৪৩০ রান সংগ্রহ করা নাইম রয়েছেন সেরাদের মধ্যে তৃতীয়তে। তাঁর রয়েছে ১টি শতক এবং ৩টি অর্ধশতক। বরিশালের বিপক্ষে প্রথম রাউন্ডে ১০০ রানে অপরাজিত ছিলেন তিনি। আর এটাই এখন পর্যন্ত এবারের এনসিএলে তাঁর সেরা ইনিংস।

জাতীয় দলের ওপেনার সৌম্য সরকারও বর্তমানে রয়েছেন দারুণ ফর্মে। খুলনার হয়ে খেলা এই ব্যাটসম্যান ৬ ইনিংসে ৭২.৪০ গড়ে সংগ্রহ করেছেন ৩৬৩ রান। পঞ্চম স্থানে থাকা সৌম্যর শতক রয়েছে ১টি এবং অর্ধশতক ৩টি। তাঁর সেরা ইনিংসটি ১০৩ রানের। রাজশাহীর বিপক্ষে প্রথম রাউন্ডে এই ইনিংস খেলেন তিনি।
তবে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে অবস্থান করছেন ঢাকা মেট্রোর বাঁহাতি ব্যাটসম্যান সাদমান ইসলাম। মোট ৮টি ইনিংস খেলে ব্যাট হাতে এখন পর্যন্ত ৬০৭ রান সংগ্রহ করেছেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। ৭৫.৮৭ গড়ে রান করা সাদমানের রয়েছে ২টি শতক এবং ৩টি অর্ধশতক। যেখানে তাঁর সেরা ইনিংসটি ১৮৯ রানের। ফতুল্লাতে ঢাকা বিভাগের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে এই ইনিংস খেলেন তিনি।
এরপর তালিকার দ্বিতীয়তে আছেন ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে থাকা তুষার ইমরান। খুলনা বিভাগের এই ব্যাটসম্যান মোট ৭টি ইনিংসে ৭১.২৮ গড়ে সংগ্রহ করেছেন ৪৯৯ রান। যেখানে তাঁর ৩টি শতক সহ ১টি অর্ধশতক রয়েছে। রাজশাহী বিভাগের বিপক্ষে প্রথম রাউন্ডে ১৫৯ রানের ইনিংসটি এখন পর্যন্ত তাঁর সেরা।
ঢাকা বিভাগের হয়ে খেলা রনি তালুকদারও রয়েছেন ব্যাট হাতে ফর্মে। তালিকার চতুর্থতে অবস্থান করছেন তিনি। চিটাগাং বিভাগের বিপক্ষে ২২৮ রানের অপরাজিত ইনিংস খেলা রনি এখন পর্যন্ত মোট ৫টি ইনিংসে ১০১.৭৫ গড়ে ৪০৭ রান সংগ্রহ করেছেন। তাঁর রয়েছে ১টি শতক এবং ২টি অর্ধশতক।
এনসিএলের সেরা রান সংগ্রাহকের তালিকা- (পঞ্চম রাউন্ড শেষে)
ব্যাটসম্যান | দল | ম্যাচ সংখ্যা | ইনিংস সংখ্যা | রান সংখ্যা | গড় | সেরা ইনিংস | শতক | অর্ধশতক |
সাদমান ইসলাম | ঢাকা মেট্রো | ৫ | ৮ | ৬০৭ | ৭৫.৮৭ | ১৮৯ | ২ | ৩ |
তুষার ইমরান | খুলনা বিভাগ | ৪ | ৭ | ৪৯৯ | ৭১.২৮ | ১৫৯ | ৩ | ১ |
নাইম ইসলাম | রংপুর বিভাগ | ৫ | ৮ | ৪৩০ | ৬১.৪২ | ১০০* | ১ | ৩ |
রনি তালুকদার | ঢাকা বিভাগ | ৩ | ৫ | ৪০৭ | ১০১.৭৫ | ২২৮* | ১ | ২ |
সৌম্য সরকার | খুলনা বিভাগ | ৪ | ৬ | ৩৬২ | ৭২.৪০ | ১০৩* | ১ | ৩ |
মিজানুর রহমান | রাজশাহী বিভাগ | ৪ | ৫ | ৩৩৬ | ৬৭.২০ | ১৬৫ | ২ | ০ |
মাহমুদুল হাসান | রংপুর বিভাগ | ৫ | ১০ | ৩৩৫ | ৪৭.৮৫ | ৭২* | ----- | ৩ |
ফরহাদ হোসেন | রাজশাহী বিভাগ | ৫ | ৬ | ৩৩২ | ৬৬.৪০ | ৮৩ | ----- | ৫ |
আব্দুল মজিদ | ঢাকা বিভাগ | ৫ | ৮ | ২৯৩ | ৩৬.৬২ | ১৩২ | ১ | ১ |
জহুরুল ইসলাম | রাজশাহী বিভাগ | ৫ | ৬ | ২৮৬ | ৭১.৫০ | ১৬৩* | ১ | ১ |