বাংলাদেশ সফরের আগে ফিটনেস দুশ্চিন্তায় স্টুয়ার্ট ল

ছবি: ছবিঃ- গেটি ইমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ সফরের আগে নিজ দলের ক্রিকেটারদের ফিটনেস দুশ্চিন্তায় আছেন উইন্ডিজ কোচ স্টুয়ার্ট ল। ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের প্রথম তিন ম্যাচে ভাল খেললেও, শেষ দুই ম্যাচে পাত্তাই পায়নি উইন্ডিজ। একারণে ফিটনেস দুর্বলতাকেই দুষছেন ল।
'প্রথম দুই ম্যাচে আমাদের উপরে অনেক ধকল গিয়েছে। আর শেষ দুই ম্যাচে তো আমাদের ট্যাঙ্কে তেলই ছিল না! আমাদের ফিটনেস এবং স্ট্রেন্থে গুরুত্ব দিতে হবে।'

একইসঙ্গে ভারতের বিপক্ষে ৩-১ ব্যবধানে সিরিজ হারের পরে দলের পারফর্মেন্সেও বেশ হতাশ হয়েছেন ল। তাঁর মতে, বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করেছে দলের ক্রিকেটাররা।
'এই সফরে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার খেলার সুযোগ পেয়েছে। টপঅর্ডারে তাঁদের অনেকেই জায়গা করে নিয়েছে। সিরিজে তাঁদের ভাল করার সুযোগ ছিল, কিন্তু তাঁরা সেটা নষ্ট করেছে।
'আমি বলছিনা তাঁদের আরও সুযোগ আছে। যদিও দুই সপ্তাহ পরে আরও তিনটি ম্যাচ আছে বাংলাদেশের বিপক্ষে। তবে আমি ভেবেছিলাম ভারতের ব্যাটিং স্বর্গে আমরা যদি আরও কিছু রান করতে পারতাম।'
তবে একেবারেই আশাহত নন ল। দলের ইতিবাচক দিকগুলোও তুলে ধরেছেন মিডিয়ার সামনে। 'শাই হোপ তাঁর দক্ষতার পরিচয় দিয়েছে। যেমনটা দিয়েছে হেটমায়ার। জেসন হোল্ডার নিজেকে সেরা ব্যাটসম্যান এবং বোলার হিসেবেই প্রমাণ করে যাচ্ছে।
'ওবেদে ম্যাকয় এই মুহূর্তে হালকা ইনজুরিতে। কিন্তু মাঝের দিকে সেও দারুণ বল করেছে। সে এখনও উন্নতি করার পথেই। ওশানে থমাস পেসের সঙ্গে সুইংও করাতে জানে।'