রংপুর-রাজশাহীর ম্যাচ প্রত্যাশিতভাবেই ড্র
ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এনসিএলের পঞ্চম রাউন্ডে রংপুর বিভাগের বিপক্ষে প্রত্যাশিতভাবেই ড্র করেছে রাজশাহী বিভাগ। রংপুরের দেয়া ২৭৫ রানের লক্ষ্য নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে দুই উইকেটে ১৩৩ রান করেছে রাজশাহী।
লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় তৃতীয় ওভারেই ওপেনার মাইশুকুর রহমানকে হারিয়ে বসে তাঁরা। ১ রানে এই ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান পেসার শুভাশিস রয়।
ম্যাচের শেষ দিনের শেষমুহুর্ত পর্যন্ত উইকেটে ছিলেন সাব্বির হোসেন (৬৬*) এবং ফরহাদ হোসেন (৫০*)।

এর আগে ৮৮ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন ব্যাটিং করতে নেমে আট উইকেট হারিয়ে ১৮৬ যোগ করতেই ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। বোলারদের পর ব্যাটসম্যানদের কল্যাণে বড় লক্ষ্য সংগ্রহ করতে করতে সক্ষম হয়েছে রংপুর।
শেষ পর্যন্ত ২৭৫ রানের লক্ষ্য স্থির করে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠিয়েছে তাঁরা। দলের হয়ে মাহমুদুল হাসান ৪৫ এবং ধীমান ঘোষ ৫১ করে আউট হয়েছেন। রাজশাহীর হয়ে চারটি করে উইকেট নিয়েছেন রবিউল ইসলাম এবং সানজামুল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোরঃ
টসঃ রাজশাহী বিভাগ
রংপুর প্রথম ইনিংসঃ ৩৩৬/১০ (১৩৩.৩ ওভার); (নাইম ৮৯, রাকিন ৭৯; সানজামুল ৭/৬৯)
রাজশাহী প্রথম ইনিংসঃ ২৪৮/১০ (১১৭.১ ওভার); (ফরহাদ ৭১; রবিউল ৪/৬২, শুভাশিস ৪/৭৪)
রংপুর দ্বিতীয় ইনিংসঃ ১৮৬/৮ ডিঃ (৩৭ ওভার); (ধীমান ৫১, মাহমুদুল ৪৫; দেলোয়ার ৪/২৭, সানজামুল ৪/৬৩)
রাজশাহী দ্বিতীয় ইনিংসঃ ১৩৩/২ (৪৫ ওভার); (সাব্বির ৬৬*, ফরহাদ ৫০*; শুভাশিস ২/৬)
ফলাফলঃ ম্যাচ ড্র।
ম্যাচসেরাঃ সানজামুল ইসলাম (রাজশাহী বিভাগ)।
রংপুর একাদশঃ ফারদিন হাসান অনি, রাকিন আহমেদ, মাহমুদুল হাসান, নাইম ইসলাম, সোহরাওয়ার্দি শুভ, তানভির হায়দার, ধীমান ঘোষ, সাজেদুল ইসলাম, রকিবুল হক, শুভাশিস রয়, সঞ্জিত সাহা।
রাজশাহী একাদশঃ জহুরুল ইসলাম, জুনায়েদ সিদ্দিকি, ফরহাদ রেজা, ফরহাদ হোসেন, সফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, মুক্তার আলি, মাইশুকুর রহমান, সাব্বির রহমান, সাব্বির হোসেন, সাঞ্জামুল ইসলাম।