সাকিবদের সাথে খেলতে মুখিয়ে প্রোটিয়া পেসার

ছবি: এন্ড্রু বার্চ, সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এবারের বিপিএল ড্রাফট থেকে দক্ষিণ আফ্রিকার ডান হাতি পেসার এন্ড্রু বার্চকে দলে ভিড়িয়েছে সাকিব আল হাসানদের দল ঢাকা ডাইনামাইটস।
আর প্রথমবারের মতো বিপিএলে খেলার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত ৩৩ বছর বয়সী এই প্রোটিয়া। বিশেষ করে ডাইনামাইটসে সাকিব, নারিন, পোলার্ড, রাসেলদের মতো ক্রিকেটারদের সাথে খেলার জন্য মুখিয়েই আছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢাকা ডাইনামাইটসের অফিসিয়াল পেইজে এই ভিডিও বার্তায় বার্চ বলেছেন,

'হ্যালো আমি এন্ড্রু বিরচ। বিপিএলের আগামী আসরে ঢাকা ডাইনামাইটসের হয়ে খেলতে মুখিয়ে আছি আমি। সুনীল নারিন, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল এবং সাকিব আল হাসানদের মতো ক্রিকেটারের সাথে যোগ দিতে আমি অপেক্ষায় আছি।'
জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত খেলার সুযোগ না হলেও ঘরোয়া ক্রিকেটে বেশ পরিচিত মুখ এন্ড্রু বার্চ। এখন পর্যন্ত ৯৩টি প্রথম শ্রেণীর ম্যাচে তিনি শিকার করেছেন ৩১৫টি উইকেট।
এছাড়াও লিস্ট 'এ' ক্রিকেটে ৯১ ম্যাচে ১৩৮ উইকেট নিয়েছেন এই ডানহাতি। পাশাপাশি ৬৬ টি টুয়েন্টি ম্যাচে ৭৬ উইকেট শিকার করেছেন তিনি।
ঢাকা ডাইনামাইটসের বিদেশি ক্রিকেটারের তালিকা:
সুনিল নারিন, রোভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হজরতুল্লাহ জাজাই, অ্যান্ড্রু বার্চ, ইয়ান বেল
ঢাকা ডাইনামাইটসের দেশি ক্রিকেটারের তালিকা:
সাকিব আল হাসান, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শুভাগত হোম চৌধুরী, কা???ী অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহাদাত হোসেন রাজিব ও নাঈম শেখ।