খালেদকে মনে ধরেছে রোডসের

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জাতীয় ক্রিকেট লীগে সিলেটের পক্ষে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট শিকারের দিনই প্রথম বারের মতো বাংলাদেশ দলে ডাক পেয়েছিলেন পেসার খালেদ আহমেদ। ডাক পেয়ে যোগ দিয়েছেন দলের সঙ্গে ক্যাম্পে। টেস্ট স্কোয়াডে থাকা সব ক্রিকেটারের সাথে অনুশীলন করেছেন কয়েকদিন। আর ডানহাতি এই পেসার প্রভাবিত করেছেন দলের হেড কোচ স্টিভ রোডসকে।
হেড কোচ জানিয়েছেন, বেশীরভাগ কন্ডিশনে ভালো বোলিং করার মতো বোলার খালেদ। লম্বা হওয়ার পাশাপাশি উইকেটে জোড়ে আঘাত করার ক্ষমতা রাখেন এই ডানহাতি পেসার। এছাড়া ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করেই স্কোয়াডে সুযোগ পেয়েছেন বলে তাঁকে নিয়ে বেশ আশাবাদী রোডস।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে খালেদ থাকছেন নাকি সেটা নিয়ে নিশ্চিত ভাবে কোন ইঙ্গিত দেন নি এই ইংলিশম্যান। তবে যদি সব কিছু ঠিক থাকে তাহলে ঘরের মাঠে (সিলেট) টেস্ট অভিষেক হতে পারে তাঁর।
'খালেদ আমাকে খুব বেশী প্রভাবিত করেছে। বিশেষ করে স্কোয়াডে যোগ দেয়ার পর টেস্ট দলের সঙ্গে অনুশীলন করার সময়। ঘরোয়া ক্রিকেটে ১০ উইকেট নেয়ার পরই সে সেখানে এসেছে।
ফ্ল্যাট উইকেটে এমন বোলিং ফিগার নজরকেড়ে নেয়ার মতো। সে যথেষ্ট লম্বা এবং বোলিংয়ের সময় উইকেটে জোড়ে আঘাত করে। বেশীরভাগ কন্ডিশনে ভালো বোলিং করার মতো একজন বোলার সে।'
এদিকে কয়েকদিন আগে খালেদ ক্রিকফ্রেঞ্জিকে দেয়া একান্ত এক সাক্ষাতকারে জানিয়েছিলেন, যেহেতু সুযোগ পেয়েছেন কোচের সাথে কথা হবেই। সেই সঙ্গে হেড কোচের কাছ থেকে পরামর্শ নিয়ে কিভাবে আরও উন্নতি করা যায় সেই চেষ্টাও থাকবে তাঁর।
'আসলে উনার সাথে বেশিদিন কাজ করা হয়নি। সামনে সুযোগ এসেছে কাজ করার। অবশ্যই তাঁর সাথেও কথা হবে। কোচের সংস্পর্শে থাকার চেষ্টা করব, আরও কিভাবে উন্নতি করা যায় সেটাও চেষ্টা থাকবে।'