promotional_ad

সেদিন ১১ জন পন্টিংয়েও রক্ষা পেত না বাংলাদেশঃ রোডস

স্টিভ রোডস
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


সবশেষ উইন্ডিজ সফরে সাদা পোষাকের ক্রিকেটে নাজেহাল হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। যা ছিল বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডসের প্রথম মিশন। প্রথম মিশনে টেস্ট সিরিজের হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হয়েছিল তাঁর দলকে। এবার, সামনে আরেকটি টেস্ট সিরিজ।


জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজেও মনে করিয়ে দিয়েছে আরও চার ইনিংস আগে অ্যান্টিগায় ৪৩ রানে অল আউট হওয়ার স্মৃতি। অবশ্য বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস জানিয়েছেন, অ্যান্টিগার পিচ এবং টস তাঁর দলের পক্ষে না আসার কারণেই এই বিপর্যয় হয়েছে। সেখানে ১১ জন রিকি পন্টিং থাকলেও তাঁর দল ১০০ সংগ্রহ করত।


promotional_ad

'আমরা সেখানে মাত্র ৪৩ রানে অলআউট হয়েছি। সেটি ছিল অনেক খারাপ পারফর্মেন্স অবশ্যই। তবে সত্যি কথা বলতে আমাদের যদি ১১ জন রিকি পন্টিং থাকতো তাহলে হয়তো আমরা ১০০ রান করতে পারতাম। এতটাই কঠিন ছিল সেই পিচটি এবং টসও অনেক গুরুত্বপূর্ণ ছিল। সুতরাং শেষ পর্যন্ত বিপর্যয় দেখতে হয়েছে  আমাদের। এটি ছিল অনেক বেশি কঠিন কন্ডিশন এবং বিশ্বের অনেক সেরা খেলোয়াড়ও সেখানকার উইকেটে গলদঘর্ম হতো।'


তবে উইন্ডিজ সফরে আরও ভালো করা সম্ভব ছিল বলেও বিশ্বাস রোডসের। ঘরের মাঠে বাংলাদেশ দল বরাবরই বেশ শক্ত দল যেকোনো প্রতিপক্ষের জন্য। এবার, দেশের বাইরেও টাইগারদের ভালো দল হিসেবে গড়ে তুলতে চান তিঁনি।


'তবে আমি কোন অজুহাত দিচ্ছি না, আমরা আরও ভাল করতে পারতাম। তবে একজন কোচ হিসেবে আমি একজন শিক্ষক এবং আমি সুযোগ দেয়ার পক্ষে। এখন দেখা যাক এই ব্যাটসম্যানেরা কিরূপ করে। আশা করি তাঁরা শুধু বাংলাদেশেই নয়, বাইরেও ভাল করবে।'


ঘরের বাইরে বাংলাদেশ ভালো না করলেও নিজেদের মাটিতে বাংলাদেশ বড় বড় দলকে হারিয়েছে। টাইগাররা এই স্পিন কন্ডিশনেই অস্ট্রেলিয়াকে হারিয়েছে। ইংল্যান্ডের মতো পরাশক্তির বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করেছে। বাংলাদেশ দলের প্রধান কোচ এই জয়গুলোকেই প্রাধান্য দিচ্ছেন।


'আপনি যেটি বললেন যে আমরা হোম সিরিজে ভাল করছি না। তবে এরপরেও আমরা কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়েছিলাম। সেটি এই স্পিন কন্ডিশনেই। আপনি খেলবেন তো অবশ্যই জয়ের জন্যই। ইংল্যান্ডে বিপক্ষে ম্যাচটির ক্ষেত্রেও একই ব্যাপার হয়েছে। আপনি জয়ের জন্যই খেলবেন। দিন শেষে আপনি কেমন খেলেছেন তার থেকেও বড় ব্যাপার হল আপনি জয় পেয়েছেন।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball