promotional_ad

সাকিব যোগ্য, মাশরাফি যোদ্ধাঃ রোডস

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


হেড কোচের দায়িত্ব নেয়ার পর বাংলাদেশের দুই অধিনায়ক সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মর্তুজার সঙ্গে কাজ করা হয়েছে স্টিভ রোডসের। দায়িত্ব নেয়ার ছয় মাসের মধ্যে দুই অধিনায়ককে খুব কাছ থেকে দেখেছেন এই ইংলিশম্যান। প্রায় ছয় মাস কাজ করার পর নিজ অভিজ্ঞতা থেকে জানালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশী যোগ্য।


বাঁহাতি এই অলরাউন্ডারকে তাঁর কাছে সব থেকে বেশী ট্যাকটিকাল মনে হয়েছে। তবে সাকিবকে সব থেকে যোগ্য মনে হলেও ওয়ানডে দলপতি মাশরাফি'র অধিনায়কত্বেও প্রভাভিত হয়েছেন তিনি। কাপ্তান মাশরাফিকে যোদ্ধা বলে আখ্যায়িত করেছেন রোডস। 


promotional_ad

ওয়ানডে দলপতির সঙ্গে কাজ করাটা উপভোগ করেন তিনি। দলকে সামনে থেকে দারুণ ভাবে নেতৃত্ব দিতে পারেন মাশরাফি জানিয়েছেন এই ইংলিশম্যান। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের দুই দিন আগে সংবাদমাধ্যমকে রোডস বলেন,


'এখন পর্যন্ত সাকিবকে আমি সব থেকে বেশি যোগ্য হিসেবে খুঁজে পেয়েছি কাজ করার ক্ষেত্রে। আমি এর আগেও অনেক অধিনায়কের সাথে কাজ করেছি। তবে সাকিব হল সব থেকে সেরা ট্যাকটিক্যাল অধিনায়ক যার সাথে আমি কাজ করেছি। তাঁর অসামান্য স্ট্রেন্থ রয়েছে।


ম্যাশও দারুণ একজন মানুষ কাজ করার জন্য। সে সাকিবের থেকে ভিন্ন, সে প্যাশন এবং প্রাইডের জন্য খেলে। সাকিবও সেটি করে, তবে ম্যাশ সেটি প্রকাশ করতে পারে। সে ক্রিকেটারদের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে এবং সে ক্রিকেটারদের সেরাটা বের করে আনতে পারে। সে একজন একজন যোদ্ধা এবং দলকে দারুণভাবে নেতৃত্ব দিচ্ছে। সুতরাং আমি ম্যাশের সাথে কাজ করতে উপভোগ করছি।'


এদিকে জিম্বাবুয়ে সিরিজে সাকিব না থাকায় মাহমুদুল্লাহ রিয়াদের কাঁধে উঠেছে টেস্ট দলপতির দায়িত্ব। দায়িত্ব নেয়ার ছয় মাসের মধ্যে এই নিয়ে আরও একজন অধিনায়কের সাথে কাজ করার সুযোগ হয়েছে রোডসের। আর অধিনায়ক রিয়াদের সাথে কাজ করতে মুখিয়ে আছেন তিনি।


'রিয়াদ এখন  নতুন অধিনায়ক হয়েছে। তাঁর সম্পর্কে খুব বেশি বলতে না পারলেও শুরুর দিকে আমরা কয়েকটি সংক্ষিপ্ত মিটিং করেছিলাম দল নির্বাচনের ব্যাপারে। আশা করি নির্বাচকেরা সেগুলো দেখভাল করবে। আশা করি তাঁর (রিয়াদ) সাথে আরেকটি মিটিং করবো।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball