স্পোর্টিং উইকেটে সিলেট টেস্ট

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ এবং জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হতে যাচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। কেমন হতে যাচ্ছে ৩ তারিখ থেকে শুরু হতে যাওয়া টেস্ট ম্যাচটির উইকেট, এমন কৌতূহল বাসা বেঁধেছে সবার মনেই।
বৃহস্পতিবার সিলেটে প্রধান কোচ স্টিভ রোডসের সাথে আলাপকালে প্রশ্নও উঠেছিল উইকেট নিয়ে। আশ্বাস দিয়ে এই ইংলিশম্যান জানিয়েছেন, মান সম্মত উইকেটই তৈরি করা হয়েছে আসন্ন এই টেস্ট ম্যাচের জন্য। যার জন্য গ্রাউন্ডসম্যানদের প্রশংসাও করেছেন তিনি।

'আমার মতে উইকেট বেশ ভালই লাগছে। গ্রাউন্ডসম্যানরা অনেক ভাল কাজ করেছে এখানে। তাঁরা ভাল উইকেট বানাতে কাজ করেছে যেন বোলার এবং ব্যাটসম্যান উভয়ই সুবিধা পায়। আমি মনে করি এটি অনেক ভাল একটি খেলা হবে এবং এখানকার সুযোগ সুবিধাও ভাল।'
এখানে যারা নিজেদের সেরাটা দিতে পারবে তারাই জয়ী হবে, বিশ্বাস করেন টাইগার কোচ। এদিকে কোচের পরামর্শে উইকেট বানানো হয়েছে কিনা এমন প্রশ্নে রোডস জানিয়েছেন, সবার মিলিত সিদ্ধান্ত অনুযায়ীই উইকেট বানানো হয়েছে।
'সেরা দলটিই জিতবে, আশা করি সেটি বাংলাদেশই হবে। শুধুমাত্র আমার সিদ্ধান্তে উইকেট বানানো হয়নি। এটি অধিনায়ক, আমার, আকরাম এবং অন্যান্যদের সম্মিলিত সিদ্ধান্ত ছিল।'
এর আগে সিলেটের উইকেট সম্পর্কে কথা বলেছিলেন জাতীয় দলের স্পিন কোচ সুনিল যোশি। বোলারদের নিয়ে অনুশীলনের সময় ভালই বাউন্স পাচ্ছিল বোলাররা। সেই অভিজ্ঞতা থেকে ধারণা করে জানিয়েছিলেন, বাউন্সি উইকেট হতে যাচ্ছে আসন্ন টেস্টের উইকেটও।
'আমি মনে এটা দারুণ ভালো। সিলেটে যে কন্ডিশন, তা নিয়ে আমি খুশি। গ্রাউন্ডস স্টাফরা ও ম্যানেজমেন্টের দারুণ প্রচেষ্টা। অনুশীলন পিচে দারুণ বাউন্স পাচ্ছি, অন্যান্য পিচেও। আমরা ম্যাচের উইকেট দেখেছি। আমরা যেখানে অনুশীলন করছি সেখানে সত্যিকার বাউন্স পাচ্ছি।'