promotional_ad

বড় সংগ্রহের পথে রংপুর

ছবি- ওয়ালটন
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ


রংপুর প্রথম ইনিংসঃ ৩৩৬/১০ (১৩৩.৩ ওভার); (নাইম ৮৯, রাকিন ৭৯; সানজামুলের ৭/৬৯)


রাজশাহী প্রথম ইনিংসঃ ২৪৮/১০ (১১৭.১ ওভার); (ফরহাদ ৭১ ; রবিউল ৪/৬২, শুভাশিস ৪/৭৪)


রংপুর দ্বিতীয় ইনিংসঃ ১৭৩/৫* (৩৪ ওভার); (ধিমান ৫১, সাজেদুল ১৪*; সানজামুল ৪/৬৩)


এনসিএলের পঞ্চম রাউন্ডে ঘরের মাঠে রাজশাহীর বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেছে রংপুর।  সফরকারীদের ২৪৮ রানে থামিয়ে ৮৮ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন ব্যাটিং করছে স্বাগতিকরা। বর্তমানে ৩৪ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করেছে দলটি।


বড় লিডের পথে রংপুরঃ


বোলারদের পর এবার ব্যাটসম্যানদের কল্যাণে বড় লিডের পথে হাঁটছে স্বাগতিকরা। ইতিমধ্যে ২৬১ রানের লিড নিয়েছে তাঁরা। রংপুরের হয়ে উইকেটে দ্রুত রান তলায় ব্যস্ত অধিনায়ক সাজেদুল ইসলাম (১৪) এবং নাইম ইসলাম (১৫)।



promotional_ad

এর আগে দলের সংগ্রহ বাড়াতে ওয়ানডে মেজাজে ব্যাটিং করে গেছেন উপরের সারির ব্যাটসম্যানরা। মাহমুদুল হাসান ৪৫ এবং ধিমান ঘোষ ৫১ করে আউট হয়েছেন। 


রাজশাহীর ব্যাটিংঃ


ইনিংসের শুরুতে বিপদে পড়লেও দলকে ভাল অবস্থানে নেয়ার দায়িত্ব নিয়েছিলেন জুনায়েদ সিদ্দিকি এবং ফরহাদ হোসেন। দুইজনে ৬১ রানের জুটি গড়েছিলেন। অর্ধশতকের দ্বারপ্রান্তে এসে ৪৮ রান করে আউট হয়ে ফিরে যান জুনায়েদ । বাঁহাতি এই ব্যাটসম্যানকে বোল্ড করে ফ??রান শুভাশিষ রয়। কিন্তু এখনও এক প্রান্ত আগলে রেখেছিলেন ফরহাদ।


৭১ রান করে আউট হন তিনিও। এরপর আর কেউই দাঁড়াতে পারেনি শুভাশিস, রবিউলের বোলিংয়ের সামনে। শেষ পর্যন্ত ২৪৮ রানে থামে রাজশাহীর ইনিংস। রংপুরের হয়ে চারটি করে উইকেট নিয়েছিলেন শুভাশিস এবং রবিউল।  


রংপুরের প্রথম ইনিংসঃ


সোমবার টসে পরাজিত হয়ে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পায় স্বাগতিক রংপুর। প্রথম দিনের পর দ্বিতীয় দিন লাঞ্চের পর অলআউট হয়ে যায় তাঁরা। ৩৩৬ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক দলটি।


সানজামুলের বিধ্বংসী বোলিংয়ে দ্বিতীয় দিন শেষ হয়ে যায় রংপুরের প্রথম ইনিংস। একাই সাত উইকেট নিয়েছেন এই স্পিনার।


রংপুরের হয়ে অসাধারণ ব্যাটিং করেছেন নাইম ইসলাম। ২৬৮ বল খেলে ৮৯ রান করেছিলেন তিনি। এছাড়া ওপেনার রাকিন আহমেদও ছিলেন দুর্দান্ত। ব্যাট হাতে ৭৯ রান করেছেন তিনি। শেষের দিকে দারুণ ব্যাটিং দেখিয়েছেন ধিমান ঘোষ।



৫৭ রান করেছিলেন তিনি এবং সাজেদুল খেলেছিলেন ২৩ রানের ইনিংস।


রংপুর একাদশঃ


ফারদিন হাসান অনি, রাকিন আহমেদ, মাহমুদুল হাসান, নাইম ইসলাম, সোহরাওয়ার্দি শুভ, তানভির হায়দার, ধিমান ঘোষ, সাজেদুল ইসলাম, রকিবুল হক, শুভাশিস রয়, সঞ্জিত সাহা।


রাজশাহী একাদশঃ


জহুরুল ইসলাম, জুনায়েদ সিদ্দিকি, ফরহাদ রেজা, ফরহাদ হোসেন, সফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, মুক্তার আলি, মাইশুকুর রহমান, সাব্বির রহমান, সাব্বির হোসেন, সাঞ্জামুল ইসলাম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball