ফিক্সিং কান্ডে অভিযুক্ত সাবেক লঙ্কান পেসার

ছবি: নুয়ান জয়সা

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কার সাবেক পেসার ও বোলিং কোচ নুয়ান জয়সার বিরুদ্ধে দুর্নীতি বিরোধী আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনেছে আইসিসির দুর্নীতি দমন ইউনিট। মোট তিনটি ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এর ভিত্তিতে তাকে সাময়িক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার এক বিবৃতিতে একথা জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আন্তর্জাতিক ম্যাচে তার ফিক্সিংয়ের সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

জয়সাকে আত্মপক্ষ সমর্থনের জন্য সময়ও বেঁধে দেয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে ১৪ দিনের সময় দেওয়া হয়েছে সাবেক এই লঙ্কান ক্রিকেটারকে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে একাধিক ফিক্সিংয়ে জড়িত থাকার।
তাছাড়া, একজন খেলোয়াড়কে ম্যাচ ফিক্সিংয়ে প্রভাবিত করার জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে। জয়সা ১৯৯৯ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত শ্রীলঙ্কা দলের হয়ে ৩০ টি সাদা পোষাকের ম্যাচ ও ৯৫ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন।
আইসিসির দুর্নীতি বিরোধী তদন্তে বারবার উপরে উঠে আসছে সাবেক লঙ্কান ক্রিকেটারদের নাম। কদিন আগেই আইসিসির দুর্নীতি বিরোধী ২টি কোড ভঙ্গের দায়ে অভিযুক্ত হয়েছিলেন সাবেক ক্রিকেটার ও নির্বাচক সনাথ জয়াসুরিয়া।
এদিকে, দুর্নীতি দমন ইউনিট এক বছর ধরে শ্রীলঙ্কার ক্রিকেটের দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে। তাদের মতে লঙ্কান ক্রিকেটে ভয়াবহ দুর্নীতি সংঘটিত হয়েছে।