promotional_ad

বিপিএলে খেলতে পড়াশোনা স্থগিত!

প্যাট ব্রাউন, গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আসরে ইংলিশ পেসার প্যাট ব্রাউনকে দলে নিয়েছে সিলেট সিক্সার্স দলটি। নাম শুনে ২০ বছর বয়সী এই তরুণকে অনেকে না চিনলেও দুর্দান্ত বাউন্সার এবং নাকল বলের কল্যাণে ইংলিশ কাউন্টিতে এরই মধ্যে নিজের জাত চিনিয়েছেন ব্রাউন। 


এবার বিপিএলে সুযোগ পাওয়ার মধ্য দিয়ে প্রাপ্তির খাতায় আরও একটি পালক যোগ করতে যাচ্ছেন এই পেসার। তবে এর জন্য তাঁকে স্থগিত রাখতে হচ্ছে নিজের পড়াশোনাও। কেননা ইউনিভার্সিটি অফ ওরচেস্টারশায়ারে অধ্যয়নরত ব্রাউন যখন বিপিএলে খেলতে আসবেন তখন তাঁর সহপাঠিরা ব্যস্ত থাকবেন ফাইনাল পরীক্ষা এবং কোর্স নিয়ে।   


বর্তমানে ব্যবস্থাপনা নিয়ে পড়াশোনা করা এই তরুণ পেসার অবশ্য বিপিএলে খেলতে মুখিয়েই আছেন। এক্ষেত্রে পড়াশোনা খুব একটা বাঁধা হয়ে দাঁড়াবে না বলেই ধারণা তাঁর। বিপিএলে ডাক পাওয়া প্রসঙ্গে ক্রিকইনফোকে ব্রাউন বলেছেন,



promotional_ad

'আমি ড্রাফট এবং অকশনের সব তারিখ লিখে রেখেছিলাম। কিন্তু এরপরেও আমি এই ব্যাপারটি ভুলে গিয়েছিলাম এবং যখন আমি রবিবার আমার এজেন্টে কাছ থেকে কল পেলাম এবং সে আমাকে জানাল যে আমি ড্রাফটে আছি আমি তখন বেশ অবাক হয়েছিলাম। তবে এরপরে অবশ্যই আমি বেশ রোমাঞ্চিত হয়েছি প্রথমবারের মত এখানে ডাক পাওয়ায়।' 


তবে নিজের পড়াশোনা এবং পরীক্ষা কিভাবে সামলাবেন সেটি অবশ্য নিজেও জানেন না ব্রাউন। যদিও বিপিএলে খেলার সুযোগ কিছুতেই হাতছাড়া করতে নারাজ ২২টি টি টুয়েন্টি ম্যাচে ৩২ উইকেট শিকার করা এই পেসার।


'আমি এখনও এই ব্যাপারে নিশ্চিত নই! যারা সময় নির্ধারণ করে তাঁদের সাথে আমি একটি মিটিং করব-আমি একটি সূচি তৈরি করব যখন টুর্নামেন্টটির তারিখ আরও জানতে পারব, যখন আমি দেশ ছাড়ব, তখন দেখা যাবে কি করা যায়। যদিও এটি এমন একটি সুযোগ যেটা আমি হাতছাড়া করব না।'  


উল্লেখ্য সিলেট সিক্সার্সে কোচ হিসেবে পাকিস্তানি কিংবদন্তী পেসার ওয়াকার ইউনিসকে পাচ্ছেন ব্রাউন। ইউনিসের সান্নিধ্যে নিজের বোলিং অ্যাকশন আরও শানিত করেই নিতে চাইবেন তরুণ ব্রাউন। 



সুত্র- ক্রিকইনফো



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball